সিরাজগঞ্জ শহরের ইলিয়ট ব্রীজ সংলগ্ন এলাকায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৮নং ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোবারক আলী সুজনকে হত্যার উদ্দেশ্যে উপর্যপুরিভাবে ছুরিকাঘাত করেছে একই এলাকার একদল সন্ত্রাসী মাদক বিক্রেতারা।
এরই প্রতিবাদে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার ( ১৬ অক্টোবর ২০২৫) সকালে ১১ টা থেকে ১২ টা পর্যন্ত সিরাজগঞ্জ প্রেসক্লাব চত্বরে ঘন্টা ব্যপী স্থানীয় ওয়ার্ড বিএনপি ও এলাকাবাসী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসুচি পালিত হয়েছে।
৮নং ওয়ার্ড বিএনপি আয়োজনে ও সংগঠনের সভাপতি আব্দুল মজিদের সভাপতিত্বে ঘন্টাব্যপি মানববন্ধন কর্মসুচিতে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মুন্সি জাহেদ আলম।
মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ পৌর বিএনপি’র সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ভূইয়া, জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন রাজেশ, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেজাউল জোয়ার্দার, ৭ নং পৌর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ হানিফ হোসাইন (বাবু), বিএনপি নেতা মোঃ তোফাজ্জল হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি জুনায়েদ আহমেদ সবুজ,ওয়ার্ড বিএনপি সাধারন সম্পাদক আনিছুর রহমান প্রমুখ।
এসময় বক্তারা বলেন,মোবারক আলী সুজন একজন বিএনপি নেতা এবং স্থানীয় প্রতিবাদী যুবক। মুলত মাদক ব্যবসাকে বাঁধা প্রদান এবং মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য সুজনের উপর সন্ত্রাসী কর্মকান্ড। আমরা সুজনের উপর হামলা এবং সন্ত্রাসীদের দ্রুতার সাথে গ্রেফতার করার জোর দাবি জানাচ্ছি।
উল্লেখ্য,গত সোমবার রাতে ইলিয়ট ব্রীজের নীচে ১০-১৫ জনের একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সুজনকে উপর্যপুরিভাবে ছুরিকাঘাত করে। এতে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল এবং পরে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা এখনও আশঙ্কাজনক।এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশ এখন পর্যন্ত এঘটনায় ২জনকে আটক করেছে।













