মানিকগঞ্জের সিংগাইরে জয়নাল আবেদীন ফকির ওরুফে ফকির জয়নাল পাগল ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। সোমবার (৬ অক্টোবর) বেলা ২ টার দিকে সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের দশানি গ্রামে নিজ বাড়িতে বার্ধক্য জনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এদিকে তার মৃত্য খবর ছড়িয়ে পড়লে তাকে শেষ বারের মতো দেখতে ভীড় করেন আত্বীয়স্বজন আশেকান ও শুভাকাংখীরা। তিনি অত্যন্ত ভালো, সাদা মনের মানুষ ছিলেন। মানবতার কল্যাণে সদা কাজ করে গেছেন তিনি।
জয়মন্টপ পীর বাড়ী দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা শাহ্সূফী আব্দুল ওয়াহেদ ওরুফে হযরত ডেঙ্গর পীর সাহেব (রহ:) এর দরবারের প্রতি সব সময় শ্রদ্ধা, অনুসরণ এবং অনুকরণে চলতে চেষ্টা করতেন। মাঝে মাঝেই ফজরের নামাজের সময়, অন্যান্য সময় উক্ত মাজার শরীফ প্রদক্ষিণ করে জিয়ারত ও মসজিদে নামাজ আদায় করতেন।
715
Shares
শেয়ার করুন
শেয়ার করুন













