জাতীয় নির্বাচনের দিনই হতে পারে গণভোট: মির্জা ফখরুল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারীদের সরাসরি দলীয় মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে ইতিবাচক অবস্থানে রয়েছে। দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান জানিয়েছেন, নির্বাচনে কমপক্ষে ৫ শতাংশ নারী প্রার্থী দলীয় টিকিট পেতে পারেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) খুলনা প্রেসক্লাবে ‘নারী ও শিশু অধিকার ফোরাম’-এর আয়োজনে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। সেলিমা রহমান বলেন, “ভবিষ্যতে এই হার আরও বাড়ানো হতে পারে। নারীরা যাতে রাজনৈতিকভাবে শক্ত অবস্থান তৈরি করতে পারেন, সেজন্য দলীয়ভাবে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

নির্বাচনের দিনই গণভোট, সাফ জানালেন মির্জা ফখরুল

তিনি বলেন, “নারী শিক্ষা ও কর্মসংস্থানের অগ্রযাত্রা শুরু হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। এখন তারেক রহমানের নেতৃত্বে নতুন করে নারী জাগরণের সূচনা হচ্ছে। সভায় নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব নিপুন রায় চৌধুরী বলেন, “বিএনপি যোগ্য নারী প্রার্থীদের মনোনয়ন দেবে। আমরা দীর্ঘদিন ধরে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ও নেতৃত্ব বিকাশে কাজ করছি।

বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেন, “নারী উন্নয়ন ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। বিএনপি সবসময় নারী অধিকার রক্ষায় সক্রিয় ভূমিকা রেখেছে। বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “দল চায় নারীদের জন্য একটি নিরাপদ, সম্মানজনক ও সমৃদ্ধ ভবিষ্যৎ। শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে নারীদের অগ্রাধিকার দেবে বিএনপি।

এনসিপির মনোনয়ন ফরম বিক্রি শুরু, মূল্য ১০ হাজার টাকা

আশুলিয়ায় মাদক কারবারি শরিফুল ইয়াবাসহ র‍্যাবের হাতে গ্রেফতার

আশুলিয়ায় অভিযান চালিয়ে ইয়াবাসহ মো. শরিফুল ইসলাম (২৯) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল। এ...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
উপদেষ্টা সম্পাদক : মোঃ সিরাজুল মনির
নিরর্বাহী সম্পাদক : মোঃ রাকিবুল হাসান
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT