শেখ হাসিনার পতনের পর জনগণ তাদের ভোটাধিকার ফিরে পেয়েছেন: মুনির হোসেন

বিএনপির কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক মু. মুনির হোসেন বলছেন, ‘ভোট জনগণের গণতান্ত্রিক অধিকার। কিন্তু ফ্যাসিস্ট আমলে জনগণ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। শেখ হাসিনার পতনের পর জনগণ তাদের ভোটাধিকার ফিরে পেয়েছে। জনগণ বিনা বাধায় নিবিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে চায়। কিন্তু কেউ কেউ ভোট বানচালের ষড়যন্ত্র করছেন। তবে ষড়যন্ত্রে কাজ হবে না। ভোট বানচালের ষড়যন্ত্র রুখে দেবে জনগণ।

শনিবার (১৮ অক্টোবর) বিকেলে বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের আ স ম ফিরোজ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক পথসভা ও জনসংযোগ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, ‘বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী দল। বিএনপি মানুষের সিদ্ধান্তে বিশ্বাসী। আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে জনগণ যে রায় দেবে তাই আমরা (বিএনপি) মেনে নিব। কিন্তু কিছু কিছু জনসমর্থনহীন দল নির্বাচনে বিশ্বাসী না। তারা অপরাজনীতিতে বিশ্বাসী। এমন দলকে দেশের মানুষ সমর্থন করে না।

৫৯ বিজিবি ভোলাহাট সীমান্তে হতে ১২ টি ভারতীয় চোরাই মোবাইল আটক

মুনির হোসেন আরও বলেন, ‘তারেক রহমান যে ৩১ দফার ঘোষণা দিয়েছেন তা বাস্তবায়ন হলে বাংলাদেশ হবে উন্নত সুখী সমৃদ্ধ বাংলাদেশ। আগামী দিনে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে উন্নত, সুখি ও সমৃদ্ধ দেশে হিসেবে গড়ে তোলা হবে। দেশের আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং দেশের মানুষ সুখে শান্তিতে থাকবে।

চন্দ্রদ্বীপ ইউনিয়ন বিএনপির সভাপতি বেল্লাল বেপারীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক জব্বার মৃধা, সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, উপজেলা বিএনপির সদস্য আলী আজম প্রমুখ।

এর আগে সকাল থেকে চন্দ্রদ্বীপ ইউনিয়নের বিভিন্ন চরাঞ্চলে ঘুরে ঘুরে সাধারণ মানুষের মাঝে ৩১ দফার লিফলেট বিতরণ করেন সহ- দফতর সম্পাদক মুনির হোসেন।

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে সোনামসজিদ স্থলবন্দর-চাঁপাইনবাবগঞ্জ সড়ক অবরোধ

রৌমারীতে বয়েজ উদ্দিন অটোগ্যাস ফিলিং স্টেশন সিলগালা

রৌমারী মহিলা কলেজ রোড বয়েজ উদ্দিন অটো গ্যাস এন্ড ফিলিং স্টেশনে সিলগালা করা হয়। গতকাল রবিবার দুপুর ২ টায় মহিলা...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
উপদেষ্টা সম্পাদক : মোঃ সিরাজুল মনির
নিরর্বাহী সম্পাদক : মোঃ রাকিবুল হাসান
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT