রৌমারীতে মাদক ইয়াবা টেবলেট বহনকালে ব্যাবসায়ীকে আটক করে বিজিবির হাতে তুলে দিয়েছে এলাকাবাসী।
রবিবার ১২ অক্টোবর ২০২৫ রৌমারী উপজেলা ধীন ৪নং ইউনিয়নের ৭ নং ওয়ার্ড উত্তর আলগারচর গ্রামের ইছুব উদ্দিনের পুত্র বাহারাম বাদশা (৩৫) ভারতীয় মাদক ইয়াবা টেবলেট বহনকালে এলাকাবাসী চর লাঠিয়াল ডাঙ্গা হান্নানের বাড়ির পাশে থেকে তাকে আটক করে। মূলত বালিয়ামারী ক্যাম্পের এসআইপি নেস নায়েক মোঃ আবু রায়হান মাদক ব্যাবসায়ীকে অনুসরণ করছিলো।
এসআইপি গোপন তাকে অনুসরণ করছে ভেবে বাহারাম বাদশা টের পেয়ে সে আত্বগোপনে যেতে চেষ্টা করলে এলাকাবাসী বাহারাম বাদশাকে আটক করে। পরে বালিয়ামারি বিজিবি ক্যাম্পে খবর দিলে বালিয়ামারী ক্যাম্পের হাবিলদার মেঃ মালেক তার টহল দলসহ হাজির হয়ে এলাকাবাসীর নিকট হতে বাহারাম বাদশাকে ৪৭০ পিস ইয়াবা টেবলেটসহ গ্রেপ্তার করে বালিয়ামারী বিজিবি ক্যাম্পে নিয়ে যায়।
পরে বাহারাম বাদশার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে তাকে জেলহাজতে প্রেরণের জন্য রৌমারী থানায় হস্তান্তর করা হয়েছে। মোস্তাফিজুর রহমান তারা ০১৯২৮০৪২৩২০













