কুড়িগ্রাম সীমান্তবর্তী উপজেলা রৌমারী যুবদলের সাংগঠনিক কার্যক্রম নতুন রূপে নেতৃত্ব দিয়েছেন পরিবর্তন করেছেন দলীয় কার্যক্রম উচ্চ পর্যায়, এর অংশ হিসেবে রৌমারী উপজেলার যুবদলের নতুন ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন তরুণ নেতৃত্বের জনপ্রিয় নেতা, নাজিমুদ্দিন আকন্দ।
কেন্দ্রীয় যুবদলের অনুমোদনক্রমে জেলা যুবদল এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন, দীর্ঘদিন যাবত তিনি উপজেলার বিভিন্ন তৃণমূল পর্যায়ের ওয়ার্ড ইউনিয়নের সাংগঠনিক কার্যক্রম দায়িত্বের সাথে ভূমিকা পালন করে আসছেন। দলীয় কর্মসূচি বাস্তবায়ন আন্দোলন সংগ্রাম অংশগ্রহণ এবং নেতাকর্মীদের পাশে থেকে কাজ করার তিনি ইতিমধ্যে পরিচিতি অর্জন করেছেন।
দায়িত্ব প্রাপ্ত অর্জনের পর নাজিমুদ্দিন আকন্দ বলেন, এই দায়িত্ব আমার জন্য যেমন গৌরবের তেমনি অনেক বড় চ্যালেঞ্জ, আমি চেষ্টা করবো রৌমারী উপজেলার যুবদলকে আরো শক্তিশালী সুসংগঠিত আনন্দলনমুখী করতে এইজন্য বিএনপি’র সকল স্তরের নেতাকর্মীদের সহযোগিতা প্রয়োজন।
দলের আদর্শ ও চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও ভারপ্রাপ্ত তারেক রহমানের দিকনির্দেশনা অনুযায়ী কাজ করে যুবদলকে আরো শক্তিশালী ও জনমুখী করাই আমার সাধারণ লক্ষ্য, স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্যের মাধ্যমে বলেন নাজিম উদ্দিন আকন্দ দায়িত্ব নেওয়ার উপজেলা যুবদলের নতুন উদ্দীপনা সৃষ্টি হবে এবং স্থবিরতা কাটিয়ে সাংগঠনিক কার্যক্রম আরো জোরদার হবে, তারা আরো বলেন শীঘ্রই এই নতুন নেতৃত্বের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন এবং বিভিন্ন ওয়ার্ড ইউনিয়নে সাংগঠনিক কার্যক্রম শুরু হবে বলে আশাবাদী।













