টাঙ্গাইলকে ময়মনসিংহ বিভাগে নেওয়ার প্রস্তাবের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

‘আমার মাটি আমার মা, ময়মনসিংহে যাবোনা’, ‘চাই চাই বিভাগ চাই, টাঙ্গাইলে বিভাগ চাই’, ‘আমাদের দাবি একটাই, টাঙ্গাইলে বিভাগ চাই’ ইত্যাদি নানা স্লোগানে স্লোগানে কেঁপে ওঠে যমুনাসেতুর পূর্বপ্রান্তের গোলচত্তর।

সোমবার(১৩ অক্টোবর) সকাল ১১টা থেকে টাঙ্গাইলকে ময়মনসিংহ বিভাগে অর্ন্তভুক্ত করার প্রস্তাবনার প্রতিবাদে স্থানীয় ছাত্র-জনতা অবস্থান নিয়ে ওই বিক্ষোভ কর্মসূচি পালন করে। এদিন সকাল সাড়ে ১১টায় তারা যমুনাসেতুর পূর্বপ্রান্তের গোলচত্তরে অবস্থান নিয়ে যমুনাসেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়ক অবরোধ করে। এতে মহাসড়কের দুইপ্রান্তে যানচলাচল বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যায় যমুনাসেতুর টোলপ্লাজার টোল আদায়ও। ফলে চরম ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা।

যমুনাসেতুর পূর্বপ্রান্তের গোলচত্বর এলাকায় সোমবার সকাল থেকে ছাত্র-জনতা জড়ো হতে থাকে। বেলা সাড়ে ১১ টার দিকে তারা মহাসড়কে বিক্ষোভ শুরু করে। বেলা সাড়ে ১১টায় মহাসড়ক অবরোধ করে টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগেই রাখার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এ সময় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রী ও যানবাহনের চালকরা।

রৌমারী যাদুর চর দিগলা পাড়া নারী ভোটারদের নিয়ে উঠান বৈঠক

মহাসড়ক অবরোধকারীরা জানায়, জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদনে টাঙ্গাইলকে ময়মনসিংহ বিভাগে যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। এছাড়া নতুন ম্যাপও দেয়া হয়েছে ওয়েবসাইটে। কোনভাবেই টাঙ্গাইল জেলাকে ভাগ করা যাবে না, ময়মনসিংহ বিভাগে যুক্ত করা যাবেনা। ঢাকা বিভাগেই রাখতে হবে- না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেওয়া হয়। এদিকে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে প্রশাসনের আশ্বাসে বেলা সাড়ে ১২ টায় তারা অবরোধ তুলে নেয়।

আন্দোলনকারী আকবর ও রাশেদ মিয়া জানান, টাঙ্গাইল নিয়ে টানাহেঁচড়া চলবে না। টাঙ্গাইল ঢাকা বিভাগে না থাকলে টাঙ্গাইলকে বিভাগ ঘোষণা করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম বলেন, প্রশাসনের আশ্বাসে তারা অবরোধ তুলে নিয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খাইরুল ইসলাম জানান, আন্দোলনকারীদের সঙ্গে কথা হয়েছে। পরে তারা আন্দোলন প্রতাহার করে মহাসড়ক ছেড়ে দেয়।

আশুলিয়ার জামগড়ায় চলছে বিদ্যুৎ চুরির মহা উৎসব

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঢাকা ও চট্টগ্রামকে ভেঙে নতুন দুটি বিভাগ গঠনের উদ্যোগ নেয় বিগত সরকার। বর্তমান অন্তর্র্বতী সরকারও বিষয়টি নিয়ে আলোচনা করছে। ১১ অক্টোবর জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশেও নতুন বিভাগ গঠনের সুপারিশ করা হয়েছে। সেখানে কিশোরগঞ্জ ও টাঙ্গাইল জেলাকে ময়মনসিংহ বিভাগে যুক্ত করার প্রস্তাব রাখা হয়। এর পরিপ্রেক্ষিতে সোমবার যমুনাসেতুর পূর্বপ্রান্তের গোলচত্বর এলাকায় স্থানীয় কয়েক হাজার ছাত্র-জনতা অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করে।

ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার চান্দুরায় ব্যাংকে অগ্নিসংযোগের এ ঘটনা ঘটে। তবে...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
উপদেষ্টা সম্পাদক : মোঃ সিরাজুল মনির
নিরর্বাহী সম্পাদক : মোঃ রাকিবুল হাসান
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT