চিকিৎসায় নোবেল পেলেন তিন বিজ্ঞানী

লতি বছর চিকিৎসাবিজ্ঞান ও শারীরতত্ত্বে নোবেল পুরস্কার পেয়েছেন তিনজন খ্যাতনামা বিজ্ঞানী—মেরি ব্রাঙ্কো, ফ্রেড রামসডেল এবং শিমন সাগাগুচি। ‘পেরিফেরাল ইমিউন টলারেন্স’ (Peripheral Immune Tolerance) বিষয়ক গবেষণার জন্য তাদের এ সম্মাননা প্রদান করা হয়েছে।

সুইডেনের স্টকহোমে অবস্থিত ক্যারোলিনস্কা ইনস্টিটিউট থেকে সোমবার (৬ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে এই পুরস্কারের ঘোষণা দেওয়া হয়।

বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন ডোনাল্ড ট্রাম্প

‘পেরিফেরাল ইমিউন টলারেন্স’ হলো মানুষের রোগ-প্রতিরোধ ব্যবস্থার (ইমিউন সিস্টেম) একটি জটিল কিন্তু গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। এর মাধ্যমে শরীর নিজের উপাদান বা প্রোটিন এবং ক্ষতিকারক নয় এমন বহিরাগত উপাদানের বিরুদ্ধে অপ্রয়োজনীয় বা অতিরিক্ত প্রতিক্রিয়া সৃষ্টি হওয়া রোধ করে। উদাহরণস্বরূপ, শরীরের নিজের কোষ, খাদ্য উপাদান কিংবা অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়াগুলোর বিরুদ্ধে ইমিউন প্রতিক্রিয়া না হওয়ার পেছনে এই প্রক্রিয়া কাজ করে। এই গবেষণা ভবিষ্যতে অটোইমিউন রোগ, অ্যালার্জি এবং অঙ্গ প্রতিস্থাপনে জটিলতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন চিকিৎসাবিজ্ঞানীরা।

নোবেলজয়ী এই তিন বিজ্ঞানী তাদের অসামান্য গবেষণার স্বীকৃতিস্বরূপ পাবেন একটি করে স্মারক মেডেল, একটি সনদপত্র এবং ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা অর্থাৎ প্রায় ১২ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১৪ কোটি ৬১ লাখ টাকা। যদি পুরস্কার একাধিকজন ভাগ করে নেন, তাহলে অর্থের পরিমাণ তাদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হয়।

দিল্লির লাল কেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণ

প্রসঙ্গত, প্রতিবছর চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার ঘোষণা করে সুইডেনের স্টকহোমে অবস্থিত ক্যারোলিনস্কা ইনস্টিটিউট। পদার্থবিজ্ঞান ও রসায়নের নোবেল ঘোষণা করে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্স। নোবেল সপ্তাহের শুরুটা হয় সাধারণত চিকিৎসাবিজ্ঞানের পুরস্কার ঘোষণার মাধ্যমে।

বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন ডোনাল্ড ট্রাম্প

বিবিসির ‘প্যানোরামা’ তথ্যচিত্রে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তৃতার একটি অংশ সম্পাদনা করার অভিযোগে বিবিসি ক্ষমা চাওয়ার পরও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT