কবিতা
তুমি আসবে কবে?
লেখক : রিকি শেখ
আজ আকাশে খুব মেঘ দেখা গিয়েছে…
এমন কেন মনে হয়, তুমি যেন মেঘমালা হয়েই আসবে।
তবে তুমি আসবে কবে?
হ্যাঁ, আমার খুব জানতে বড় ইচ্ছা হয়—তুমি আসবে কবে?
আমি তো জানি, আর আসবে না তুমি কভু…
তবুও কেন জানি, পাগল মনটা আমার
তোমার আশায়, অপেক্ষায় পথ চেয়ে রই।
সবশেষে বলতে চাই:
তুমি আসবে কবে…
এই কথাটা কি বলতে পারো আমায়?
999
Shares
শেয়ার করুন
শেয়ার করুন













