ঢাকা জেলার আশুলিয়ার জামগড়া সরকারি প্রাইমারি স্কুল মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জাতীয়তাবাদী কৃষক দলের আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর ২০২৫ইং) বিকেলে আশুলিয়া থানা কৃষক দলের আহ্বায়ক মোঃ লুৎফর রহমানের সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য দিয়েছেন ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী (সাভার আশুলিয়ার মাটি ও মানুষের নেতা ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু, তিনি বলেন, আমি ঢাকা-১৯ আসনের বিএনপির মনোনীত এমপি পদপ্রার্থী পূর্বে আমার কোনো ভুলত্রুটি হলে সবাই ক্ষমা করবেন এবং আমাকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করলে আমি এলাকায় সন্ত্রাস চাঁদাবাজমুক্ত সাভার আশুলিয়া পরিবেশ বান্ধব শহর গড়ে তুলবো, তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করছি, তিনি ধানের শীষ মার্কায় ভোট চেয়ে সবার কাছে দোয়া চেয়েছেন।

বিশেষ অতিথিবৃন্দ হিসেবে বক্তব্য দেন সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও আশুলিয়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মোঃ মঈন উদ্দিন বিপ্লব, আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব আঃ গফুর মিয়া, ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেন সরকার, ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব ইসমাইল হোসেন মোল্লা, ঢাকা জেলা কৃষক দলের সদস্য সচিব এডভোকেট আবু হানিফ মিয়া, আশুলিয়া থানা কৃষক দলের সদস্য সচিব মোঃ আবুল হোসাইন মুন্সী, মোঃ আহসান উল্লাহ ভুঁইয়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইয়ারপুর ইউনিয়ন বিএনপি, নাজমুল হোসাইন যুগ্ম আহ্বায়ক ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দল, দুলাল মীর সাবেক সাধারণ সম্পাদক ইয়ারপুর যুবদল, হাজী খন্দকার মোঃ তোফাজ্জল হোসেন শিল্প বিষয়ক সম্পাদক আশুলিয়া থানা যুবদল, এ অনুষ্ঠানের সঞ্চালনা করেন আশুলিয়া থানা কৃষক দলের সদস্য সচিব মোঃ আবুল হোসাইন মুন্সী।

এ ছাড়াও উপস্থিত ছিলেন, ঢাকা জেলা মহিলা দলের নেত্রী মিনি রিনা ও আশুলিয়া স্বেচ্ছাসেবক দলের ফারুক হোসেন, মাজহারুল ইসলামসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদলসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও কয়েক হাজার শ্রমিক জনতা উপস্থিত ছিলেন।













