আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ আসন থেকে আবারো বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক (এমপি ) ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে (৭ নভেম্বর ২০২৫) রোজ শুক্রবার বিকেলে আশুলিয়া থানা শ্রমিক দলের উদ্যোগে পথসভা ও লিফলেট বিতরণ করা হয়।

আশুলিয়া থানা শ্রমিকদলের সভাপতি মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক আ: খালেক এর সঞ্চালনায় আশুলিয়ার পুরো ভাদাইল-পবনারটেক এলাকায় এ পথসভা ও লিফলেট বিতরণ করা হয়েছে।

উক্ত পথসভায় উপস্থিত ছিলেন আশুলিয়া থানা বিএনপির সিনিয়র সহসভাপতি হাজী মো. পিয়াল আলী, ধামসোনা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মো. ইদ্রিস আলী ভুইয়া, এছাড়া আরও উপস্থিত ছিলেন হাজী মো. নুরুল ইসলাম সাংগঠনিক সম্পাদক আশুলিয়া শ্রমিক দল, মো. জিল্লুর রহমান যুগ্ন সাধারন সম্পাদক আশুলিয়া থানা শ্রমিক দল, মোহাম্মদ নেহাজ উদ্দিন সহ-সভাপতি আশুলিয়া থানা শ্রমিক দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন পাড়া মহল্লায় লিফলেট বিতরণ শেষে ভাদাইল দক্ষিণ পাড়া ধামসোনো ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. ইদ্রিস আলী ভূঁইয়ার অফিসে বিশেষ দোয়া ও গণভোজ এর মধ্য দিয়ে উক্ত পথসভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।













