পটুয়াখালীর বাউফলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কেন্দ্রীয় বিএনপির জাতীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার একেএম ফারুক আহমেদ তালুকদারের নির্দেশনায় বর্ণাঢ্য মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সাবেক সভাপতি মোঃ হুমায়ূন কবিরের নেতৃত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোডে অবস্থিত দলীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য মিছিলটি শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা জাকির হোসেন মৃধা, উপজেলা বিএনপির সদস্য মো. সেলিম সিকদার, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রবি এমবি, যুবদল নেতা হাজী মাসুম বিল্লাহ পলাশ, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক হাসান মাহমুদ মঞ্জু , পৌর বিএনপির দপ্তর সম্পাদক মোহাম্মদ আবুল বাশার প্রমূখ সহ উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের আরও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিপ্লব ও সংহতি দিবসকে কেন্দ্র করে বাউফল উপজেলা জুড়ে বিএনপি নেতাকর্মীদের উপস্থিতিতে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে।













