পটুয়াখালীর বাউফলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পটুয়াখালী-২ বাউফল আসনের মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় বিএনপির সহ-দফতর সম্পাদক মু. মুনির হোসেনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে বাউফল হাইস্কুল থেকে মিছিলটি শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। এরআগে এক সমাবেশের অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক জব্বার মৃধা, সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান খোকন, উপজেলা সেচ্ছাসেবকদলের আহ্বায়ক খলিলুর রহমান, সদস্য সচিব তারিক নাইম, বগা ইউনিয়ন বিএনপির সভাপতি বাবুল, দাসপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজম প্রমূখ। এছাড়াও পৌর ও উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিপ্লব ও সংহতি দিবসকে কেন্দ্র করে বাউফলে নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়।













