সর্বশেষ

পাকিস্তান-আফগানিস্তান আলোচনা স্থগিত, হামলা বাড়ার আশঙ্কা

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, আফগানিস্তানের সঙ্গে চলমান সংলাপ প্রক্রিয়া আপাতত স্থগিত রাখা হয়েছে এবং চতুর্থ দফা আলোচনার কোনো পরিকল্পনা বর্তমানে নেই। জিও নিউজের এক অনুষ্ঠানে তিনি বলেন, আলোচনায় সম্পূর্ণ অচলাবস্থা তৈরি হয়েছে। এটি এখন অনির্দিষ্ট সময়ের জন্য স্থগিত।

গত মাসে সীমান্ত সংঘর্ষের পর বাড়তে থাকা উত্তেজনা প্রশমনে পাকিস্তান ও আফগান তালেবান সরকার তুরস্কের ইস্তাম্বুলে বৃহস্পতিবার তৃতীয় দফা বৈঠকে অংশ নেয়। খাজা আসিফ তুরস্ক ও কাতারের ভূমিকার প্রশংসা করে বলেন, তারা মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছিল এবং আমাদের অবস্থানকে সমর্থন করেছেন। তিনি আরও জানান, আফগান প্রতিনিধিদল মৌখিকভাবে একমত হলেও লিখিত চুক্তিতে স্বাক্ষর করতে রাজি হয়নি। আফগানিস্তান মৌখিক আশ্বাস দিতে চেয়েছিল, কিন্তু আন্তর্জাতিক আলোচনায় তা গ্রহণযোগ্য নয়। মধ্যস্থতাকারীরা সর্বোচ্চ চেষ্টা করেও শেষ পর্যন্ত হতাশ হয়েছেন।

গাজার উত্তরাঞ্চলে চার ইসরায়েলি গুপ্তচর নিহত

খাজা আসিফ পুনর্ব্যক্ত করেন, পাকিস্তানের অবস্থান স্পষ্ট—আমাদের একটাই দাবি, আফগানিস্তান নিশ্চিত করবে যাতে তাদের ভূমি পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী হামলায় ব্যবহার না হয়। আফগান মাটি থেকে কোনো হামলা হলে আমরা উপযুক্ত জবাব দেব। তবে যতক্ষণ আগ্রাসন না হয়, যুদ্ধবিরতি বহাল থাকবে। এতে আফগানিস্তান-পাকিস্তানের পাল্টাপাল্টি হামলার শঙ্কা করা হচ্ছে। এদিকে, পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাুল্লাহ তারার এক্স-এ (পূর্বে টুইটার) এক পোস্টে লিখেছেন, সন্ত্রাস দমনে আন্তর্জাতিক ও আঞ্চলিক প্রতিশ্রুতি রক্ষার দায়িত্ব আফগানিস্তানের, কিন্তু তারা এখনো সে ক্ষেত্রে ব্যর্থ। পাকিস্তান তার নাগরিকদের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে। সূত্র: জিও নিউজ।

উঁচু ভবনে অগ্নিকাণ্ড ঠেকাতে চীনের বিশেষ অভিযান

টাঙ্গাইল সদর উপজেলার দুর্গম চরাঞ্চল আবারও আতঙ্কের জনপদ

টাঙ্গাইল সদর উপজেলার যমুনা তীরবর্তী দুর্গম চর—মহেষপুর চড়, জাঙ্গালিয়া, মিলুয়ার চড়, চিপিচাপড়ি ও সৌরদউল চড়—আবারও পরিণত হয়েছে ভয়-আতঙ্কের জনপদে। দিনের...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT