সর্বশেষ

অগ্নিসংযোগকারীদের দমন করতে দেশব্যাপী পুলিশের অভিযান জোরদার

দেশকে অস্থিতিশীল করার জন্য যানবাহনে আগুন লাগিয়ে ও বোমা বিস্ফোরণ ঘটিয়ে অরাজকতা সৃষ্টিতে লিপ্ত থাকা নাশকতাকারীদের বিরুদ্ধে দেশব্যাপী অভিযান জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশের অভিযানের অংশ হিসেবে, ময়মনসিংহে একটি বাসে আগুন লাগানোর ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. আনোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

মঙ্গলবার ভোরে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভালুকজান এলাকায় আলম এশিয়া পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে গাড়ির চালক জুলহাস মিয়া (৩৫) নিহত হন। ভোর সোয়া ৩টার দিকে গাড়ির ভেতরে থাকা অবস্থায় এই ঘটনা ঘটে। আগুনে গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) গত ২৪ ঘণ্টায় রাজধানীজুড়ে পৃথক অভিযান চালিয়ে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের আরও ৪৪ জন নেতা-কর্মীকে গ্রেফতার করেছে। ডিবি কর্মকর্তারা জানিয়েছেন, আইনশৃঙ্খলা বিঘ্নিত করার লক্ষ্যে নাশকতামূলক এবং রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ঢাকার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। ডিএমপির উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হচ্ছে এবং নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান জোরদার করা হয়েছে। আইন প্রয়োগকারী সংস্থাগুলো যেকোনো অস্থিরতা রোধ করতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে শহরের বিভিন্ন অংশে নজরদারি জোরদার করা হয়েছে।

খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে প্রধান উপদেষ্টা

আজ বুধবার দেশের বিভিন্ন এলাকায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঢাকার মিরপুরে, তিন ছদ্মবেশী যাত্রী শতাব্দী পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয়, অন্যদিকে আশুলিয়ায় আলিফ পরিবহনের আরেকটি বাসে আগুন ধরিয়ে দিয়ে হামলাকারীরা ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে, গাজীপুরে, গ্রামীণ টেলিকম ট্রাস্টের মালিকানাধীন নিসর্গ রিসোর্ট থেকে দু’টি অবিস্ফোরিত পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে। কিশোরগঞ্জের বাজিতপুরে একটি পৃথক ঘটনায় দুর্বৃত্তরা তিশা পরিবহনের একটি বাসের সিটে আগুন লাগিয়ে পালিয়ে যায়। এর আগে সোমবার এবং মঙ্গলবার রাজধানীর বিভিন্ন স্থানে বেশ কয়েকটি বাস এবং একটি প্রাইভেটকারে আগুন ধরিয়ে দেওয়া হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী গতকাল বলেছেন, আইন প্রয়োগকারী সংস্থাগুলো নৈরাজ্যের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিচ্ছে। তিনি বলেন, ‘অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।’

গতকাল ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী ১৩ নভেম্বর নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা অবরোধ কর্মসূচির আগে নগরবাসীকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার আশ্বাস দিয়ে বলেছেন, ভয়ের কিছু নেই ডিএমপি যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে সক্ষম। পাশাপাশি পুলিশ, র‌্যাব, সেনাবাহিনী, বিজিবি এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থাকে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। দুর্বৃত্তদের কিছু বিচ্ছিন্ন কর্মকাণ্ড নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। এদিকে, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ঢাকা শহর এবং সংলগ্ন নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে বলে বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম বাসসকে জানান।

বিজিবি সূত্রে জানা গেছে, ঢাকা মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ১২ প্লাটুন এবং নারায়ণগঞ্জ এবং গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় অতিরিক্ত দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। গুরুত্বপূর্ণ সরকারি অফিস, আদালত প্রাঙ্গণ এবং রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইন প্রয়োগকারী কর্মকর্তারা জানিয়েছেন যে কোনও অপ্রীতিকর ঘটনা রোধে টহল জোরদার করা হয়েছে এবং নজরদারি জোরদার করা হয়েছে।

নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল: নির্বাচন কমিশনার

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা এবং সেই অনুযায়ী বাহিনী বরাদ্দ করার জন্য সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও নাগরিকদের শান্ত থাকা এবং আইন প্রয়োগকারী সদস্যদের সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

টাঙ্গাইল সদর উপজেলার দুর্গম চরাঞ্চল আবারও আতঙ্কের জনপদ

টাঙ্গাইল সদর উপজেলার যমুনা তীরবর্তী দুর্গম চর—মহেষপুর চড়, জাঙ্গালিয়া, মিলুয়ার চড়, চিপিচাপড়ি ও সৌরদউল চড়—আবারও পরিণত হয়েছে ভয়-আতঙ্কের জনপদে। দিনের...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT