সর্বশেষ

রাজিবপুরে বিএনপি সহ বিভিন্ন দলের ৬০জন নেতাকর্মী জামায়াতে যোগদান

কুড়িগ্রামের রাজিবপুর সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড ধুবালিয়াপাড়া, মিয়া পাড়া, বাউল পাড়া, স্লুইচ গেট, জাউনিয়ারচর গ্রামের বিএনপি সহ বিভিন্ন দলের ৬০নেতাকর্মী ও সমর্থক জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

শনিবার (১৫ নভেম্বর) রাত ৮ টায় ধুবালিয়াপাড়া, গ্রামের একটি স্কুল মাঠে এই যোগদান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ মোস্তাফিজুর রহমান (মোস্তাক)
সাবেক আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী রৌমারী উপজেলা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনিত সংসদ সদস্য প্রার্থী ২৮কুড়িগ্ৰাম-৪

র‍্যাবের অভিযানে ১০০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার!

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাও আবুল বাশার মোঃ আব্দুল লতিফ আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজিবপু্র উপজেলা, মোঃ মোখলেছুর রহমান সভাপতি যুব বিভাগ রাজিবপুর উপজেলা, মোঃ আবু তালেব বাইতুল মাল সম্পাদক রাজিবপুর উপজেলা , মাওঃ মোঃ মফিজুল হক আমীর রাজিবপুর সদর ইউনিয়ন, মোঃ আব্দুস সবুর বাইতুল মাল সম্পাদক রাজিবপুর সদর ইউনিয়ন সহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলহাজ্ব মোঃ মোস্তাফিজুর রহমান (মোস্তাক) সাবেক আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী ওবাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনিত সংসদ সদস্য প্রার্থী ২৮কুড়িগ্ৰাম-৪। তিনি ফুলের মালা ও ফুল দিয়ে নবাগত নেতাকর্মীদের গ্রহণ করেন এবং তাদেরকে হাতে হাত রেখে স্বাগত জানান।যোগদানকৃত নেতা-নেতা-কর্মীদের স্বাগত জানিয়ে বলেন, জামায়াতে ইসলামী ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। এদেশের মানুষ জামায়াতের নেতৃত্বে জোটকে সমর্থন করবে। এদেশের জনগণ কোন দূর্নীতিবাজ , চাঁদাবাজদেরকে ভোট দিবেনা।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মোঃ মোস্তাফিজুর রহমান (মোস্তাক)বলেন, ক্ষমতায় যাওয়া আর মানুষকে শোষণ করা আমাদের উদ্দেশ্য নয়। মানুষের কল্যাণ সাধন ও সেবক হওয়া আমাদের একমাত্র উদ্দেশ্য। জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে মানুষের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করবে। কোনো মানুষ যেন পিছিয়ে না থাকতে পারে।

দোহারে আধুনিক ও নৈতিক শিক্ষায় নতুন দিগন্ত ‘পারাডাইম ইন্টার ন্যাশনাল স্কুল’

তিনি আরও বলেন, ‘আমরা জুলুম, নির্যাতন, দখলবাজিতে বিশ্বাসী নয়। আজকে যে সকল বন্ধুরা জামায়াত ইসলামীর আদর্শে অনুপ্রাণিত হয়ে যোগদান করেছেন, তারা আমাদের সহযোদ্ধা। নির্বাচনী এলাকার মানুষের পাশে থেকে উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো পরিচালিত করব।’

মাওঃ আবুল বাশার মোঃ আব্দুল লতিফ জামায়াতে যোগদানকারীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, জামায়াতে ইসলামির দরজা সবসময় দেশপ্রেমিক ও ইসলাম প্রেমী মানুষের জন্য উন্মুক্ত। আমরা বিশ্বাস করি, এই যোগদানের মাধ্যমে রাজিবপুরে জামায়াত ইসলামী ভিত্তি আরও সুদৃঢ় হবে।আমাদের দলের মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করুন, আমরা সুখে দুঃখে সর্বদা আপনাদের পাশে থাকব।’

টাঙ্গাইল সদর উপজেলার দুর্গম চরাঞ্চল আবারও আতঙ্কের জনপদ

টাঙ্গাইল সদর উপজেলার যমুনা তীরবর্তী দুর্গম চর—মহেষপুর চড়, জাঙ্গালিয়া, মিলুয়ার চড়, চিপিচাপড়ি ও সৌরদউল চড়—আবারও পরিণত হয়েছে ভয়-আতঙ্কের জনপদে। দিনের...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT