সর্বশেষ

রৌমারী খনজনমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আশ্রয়কেন্দ্র নির্মাণের প্রতিবাদে মানববন্ধন,

কুড়িগ্রাম রৌমারী উপজেলার খনজনমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আশ্রয় কেন্দ্র নির্মাণের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকাবাসী।

রবিবার (১৬ নভেম্বর) দুপুর ১২টায় খনজনমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। অংশগ্রহণকারীরা জানান, বিদ্যালয়ের একমাত্র খেলার মাঠ দখল করে আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হলে শিক্ষার্থীরা খেলাধুলা থেকে বঞ্চিত হবে। এতে তাদের শারীরিক ও মানসিক বিকাশ ব্যাহত হবে এবং তারা মোবাইল গেমস, অনলাইন জুয়া ও নেশায় আসক্ত হওয়ার ঝুঁকিতে পড়বে। এ সময় স্থানীয়রা বক্তব্য রাখেন , সাইফুল ইসলাম অত্র স্কুলের ছাত্র অভিভাবক।

র‍্যাবের অভিযানে ১০০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার!

বলেন, “বিদ্যালয়ের মাঠ শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে অপরিহার্য। এ মাঠ দখল করে ভবন নির্মাণ হলে তারা খেলাধুলার সুযোগ হারাবে। তাই মাঠ রক্ষায় সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।”

মনির হোসেন বলেন এই মাঠ শুধু শিক্ষার্থীদের নয়, এলাকাবাসীরও প্রাণের দাবি। মাঠ দখল করে ভবন নির্মাণ করা হলে ক্রীড়া ও সংস্কৃতি ক্ষতিগ্রস্ত হবে। আশ্রয়কেন্দ্র হোক, তবে তা বিকল্প স্থানে।”
মাইদুল ইসলাম বলেন, আমাদের রৌমারী উপজেলার প্রশাসনের কাছে নির্মাণকাজ বন্ধের জোর দাবি জানান।

দোহারে আধুনিক ও নৈতিক শিক্ষায় নতুন দিগন্ত ‘পারাডাইম ইন্টার ন্যাশনাল স্কুল’

মানববন্ধন শেষে শিক্ষার্থীদের অভিভাবকও স্থানীয়রা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলে ‘খেলার মাঠ বাঁচাও, শিক্ষার পরিবেশ বাঁচাও’, ‘আশ্রয়কেন্দ্র চাই, কিন্তু মাঠ দখল করে নয়’—এমন স্লোগান দেওয়া হয়।

টাঙ্গাইল সদর উপজেলার দুর্গম চরাঞ্চল আবারও আতঙ্কের জনপদ

টাঙ্গাইল সদর উপজেলার যমুনা তীরবর্তী দুর্গম চর—মহেষপুর চড়, জাঙ্গালিয়া, মিলুয়ার চড়, চিপিচাপড়ি ও সৌরদউল চড়—আবারও পরিণত হয়েছে ভয়-আতঙ্কের জনপদে। দিনের...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT