কুড়িগ্রাম রৌমারী উপজেলার খনজনমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আশ্রয় কেন্দ্র নির্মাণের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকাবাসী।
রবিবার (১৬ নভেম্বর) দুপুর ১২টায় খনজনমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। অংশগ্রহণকারীরা জানান, বিদ্যালয়ের একমাত্র খেলার মাঠ দখল করে আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হলে শিক্ষার্থীরা খেলাধুলা থেকে বঞ্চিত হবে। এতে তাদের শারীরিক ও মানসিক বিকাশ ব্যাহত হবে এবং তারা মোবাইল গেমস, অনলাইন জুয়া ও নেশায় আসক্ত হওয়ার ঝুঁকিতে পড়বে। এ সময় স্থানীয়রা বক্তব্য রাখেন , সাইফুল ইসলাম অত্র স্কুলের ছাত্র অভিভাবক।
বলেন, “বিদ্যালয়ের মাঠ শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে অপরিহার্য। এ মাঠ দখল করে ভবন নির্মাণ হলে তারা খেলাধুলার সুযোগ হারাবে। তাই মাঠ রক্ষায় সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।”
মনির হোসেন বলেন এই মাঠ শুধু শিক্ষার্থীদের নয়, এলাকাবাসীরও প্রাণের দাবি। মাঠ দখল করে ভবন নির্মাণ করা হলে ক্রীড়া ও সংস্কৃতি ক্ষতিগ্রস্ত হবে। আশ্রয়কেন্দ্র হোক, তবে তা বিকল্প স্থানে।”
মাইদুল ইসলাম বলেন, আমাদের রৌমারী উপজেলার প্রশাসনের কাছে নির্মাণকাজ বন্ধের জোর দাবি জানান।
মানববন্ধন শেষে শিক্ষার্থীদের অভিভাবকও স্থানীয়রা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলে ‘খেলার মাঠ বাঁচাও, শিক্ষার পরিবেশ বাঁচাও’, ‘আশ্রয়কেন্দ্র চাই, কিন্তু মাঠ দখল করে নয়’—এমন স্লোগান দেওয়া হয়।













