সর্বশেষ

হুঁশিয়ারি জামায়াতসহ ৮ দলের: গণভোট আগেই করতে হবে, নইলে কঠোর হবে আন্দোলন

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোট, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি, সংস্কারকৃত নতুন আরপিও-এর আলোকে ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে বৃহস্পতিবার (৬ নভেম্বর) সমাবেশ করছে জামায়াতে ইসলামীসহ আট ইসলামী দল। দাবি আদায়ে সমাবেশের পরে তারা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করবে।

পল্টন মোড়ে সমাবেশকারী দলগুলো হলো- বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)।

সীমান্তে আর কত জীবন যাবে, প্রশ্ন জামায়াত আমিরের

সমাবেশে অংশ নিয়ে বক্তারা বলেন, এই পাঁচ দফা দাবি আজ গণদাবিতে পরিণত হয়েছে। দাবি না মানলে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে। এটা জনগণের দাবি। এই দাবি আদায় না হলে আমরা মাঠ ছাড়বো না। আগামী নির্বাচনের পূর্বে আমরা গণভোট আদায় করেই ছাড়বো। যারা ক্ষমতায় যাওয়ার জন্য ওঁত পেতে বসে আছে তারা এই গণভোট নিয়ে টিটকারিমূলক কথাবার্তা বলছে। তারা বলেন, এখনো যদি শুভবুদ্ধির উদয় না হয়, তাহলে কিন্তু জনগণকে সঙ্গে নিয়ে আমরা আন্দোলনে বাধ্য হবো।

তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে- জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি, নভেম্বরে গণভোট, অন্তর্বর্তী সরকারের মেয়াদে রাজনৈতিক হয়রানি ও গ্রেপ্তার বন্ধ, নির্বাচনে সকল দলের সমান সুযোগ এবং ধর্মীয় স্বাধীনতা ও রাজনৈতিক সংগঠনের কার্যক্রমে বাধাহীনতা নিশ্চিত করা।

‘খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত থাকলে শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান’

টাঙ্গাইল সদর উপজেলার দুর্গম চরাঞ্চল আবারও আতঙ্কের জনপদ

টাঙ্গাইল সদর উপজেলার যমুনা তীরবর্তী দুর্গম চর—মহেষপুর চড়, জাঙ্গালিয়া, মিলুয়ার চড়, চিপিচাপড়ি ও সৌরদউল চড়—আবারও পরিণত হয়েছে ভয়-আতঙ্কের জনপদে। দিনের...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT