কুড়িগ্রাম জামালপুর দেওয়ানগঞ্জ বকশীগঞ্জ শেরপুর শেজাক সাংবাদিক এসোসিয়েশন ৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী ৩ ডিসেম্বর বুধবার সকাল দশ ঘটিকায় রাজিবপুর উপজেলার বিভিন্ন সড়ক মোটর সাইকেলের বহরে প্রদক্ষন করে বটতলা এসে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে, উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অধ্যাপক লুৎফর রহমান রাজিবপুর সরকারি ডিগ্রী কলেজ
সভাপতি লুৎফুর রহমান বলেন, আপনাদের লেখনি এই সমাজের চালিকাশক্তি। অনিয়ম, দুর্নীতি ও অসঙ্গতি দেখলে সেটি তুলে ধরা সাংবাদিকদের নৈতিক দায়িত্ব। আপনাদের কলমই উপজেলাকে সামনে এগিয়ে নিতে বড় ভূমিকা রাখবে। আশা করি আগামী জানুয়ারি ২০২৬ নতুন বছর উপলক্ষে সকল সাংবাদিক ভাইদেরকে শেজাক এর পক্ষ থেকে আমন্ত্রণ করে নতুন ভাবে কমিটি করব বলে তিনি এ কথা বলেন।
তারিকুল ইসলাম তারা রাজিবপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতিও শেজাক এর সাধারণ সম্পাদক সাংবাদিকদের পরিচয় করিয়ে দিয়ে বলেন, কুড়িগ্রাম শেরপুর জামালপুর সাংবাদিকরা সবসময় উন্নয়নমুখী। প্রশাসন ও সাংবাদিকরা একসঙ্গে কাজ করলে উপজেলার উন্নয়ন আরও গতিশীল হবে। আমরা অবাধ তথ্যপ্রবাহ ও সহযোগিতা প্রত্যাশা করি।
বাংলা টেলিভিশন এর সাংবাদিক মাজহারুল ইসলাম বলেন,আমরা নিরপেক্ষতার আড়ালে থাকা নই। বিবেকই আমাদের পক্ষ। ত্রুটি দেখালে সম্পর্কের টানাপোড়েন তৈরি না হয়ে বরং তা যেন উন্নয়নের সহায়ক হয়—এতে উপজেলার বিভিন্ন প্রশাসনের সাথে সবাই ঐক্যবদ্ধ হয়ে আমাদের এই সংগঠন সামনে আরো অগ্রগতি ও সাহসের সাথে কাজ করতে হবে বলে আমি আশা করি।
পরিশেষে আর কোন আলোচনা না থাকায় সভাপতি সাহেব সবাইকে ধন্যবাদ সবার সুস্বাস্থ্য কামনা করে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন,













