দুবাইয়ের বন্দরে পৌঁছল এমভি আবদুল্লাহ

সোমালিয় জলদস্যুদের কবল থেকে মুক্ত হওয়া জাহাজ এমভি আবদুল্লাহ সংযুক্ত আরব আমিরাতের আল হামরিয়া বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। রোববার (২১ এপ্রিল) বিকেল ৪টা নাগাদ ফুজাইরা উপকূল এবং হরমুজ প্রণালি হয়ে আমিরাতের বহির্নোঙরে পৌঁছে।

কেএসআরমের মালিকানাধীন এসআর শিপিংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মেহেরুল করিম বিষয়টি বণিক বার্তাকে বিষয়টি নিশ্চিত করেছেন। রোববার রাতে অথবা সোমবার কয়লা খালাসের জন্য জাহাজটিকে জেটিতে ভিড়ানো হবে। পরে বন্দরে কয়লা খালাস করে নতুন পণ্য বোঝাই করা হবে জাহাজটিতে। এতে সময় লাগবে প্রায় দুই সপ্তাহ। এরপর বাংলাদেশের উদ্দেশে দুবাই ত্যাগ করবে জাহাজটি।সব মিলিয়ে এক মাসের কিছু কম সময়ের মধ্যে ২১ নাবিকসহ বাংলাদেশের বন্দরে এসে পৌঁছবে এমভি আবদুল্লাহ।’

নাবিকরা কে কোন জায়গা থেকে সাইন অব (জাহাজের কর্ম হতে অব্যাহতি) করবেন, তার তালিকা আগেই চূড়ান্ত করে রেখেছে মালিক পক্ষ কেএসআরএম গ্রুপ। মোট ২৩ নাবিকের মধ্যে ২১ জন জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছলে সাইন অফ করবেন। অর্থাৎ তারা একসঙ্গে এমভি আবদুল্লাহ জাহাজে করে দেশে ফিরবেন বলে জানা গেছে। তবে মানসিকভাবে বিপর্যস্ত থাকায় দুজন জাহাজে করে দেশে না ফিরে উড়োজাহাজে দুবাই থেকে দেশে ফিরতে চান। মূলত জিম্মি ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত হওয়ায় তাদের এমন সিদ্ধান্ত বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

রংপুরে তুলা গবেষণা কেন্দ্রে আগুন লাগার ঘটনা ঘটেছে

রংপুরে তুলা গবেষণা কেন্দ্রে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে বেশ কিছু গবেষণা ও বীজ উৎপাদনের তুলার বস্তা পুড়ে গেছে। সেই...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x