সর্বশেষ

ইলিশ নিয়ে আসার পথে পুলিশের স্পিডবোট দেখে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ রাসেলের মৃতদের উদ্ধার

পটুয়াখালীর বাউফলে পুলিশ দেখে ট্রলার থেকে নদীতে ঝাঁপ দেওয়া সেই রাসেল খান (৩৫) নামে যুবকের নিখোঁজের তিনদিন পরে ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর-২৫) সকাল সাড়ে ১০টার দিকে তার স্বজনরা উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরওয়াডেল এলাকার তেঁতুলিয়া নদীর বাতিঘর পয়েন্ট থেকে তার লাশ উদ্ধার করেন।

জানা যায়, গত শনিবার (১১ অক্টোবর-২৫) সন্ধ্যা পৌনে সাতটার দিকে তেঁতুলিয়া নদীর কচুয়া এলাকায় পুলিশের স্পিডবোড দেখে নদীতে ঝাঁপ দিয়ে রাসেল খান নিখোঁজ হন। সোমবার (১৩ অক্টোবর-২৫) শেষ বিকেল পর্যন্ত তাঁকে উদ্ধার অভিযান করলেও উদ্ধার করা সম্ভব হয়নি। মৃত রাসেল খান উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামের বাসিন্দা ইউসুফ খানের ছেলে। রাসেল পেশায় দরজি।

র‍্যাবের অভিযানে ১০০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার!

ট্রলারচালক মো. রাকিবের (৩৫) এর ভাষ্যমতে, গত শনিবার সন্ধ্যার দিকে তাঁরা চারজন নদী থেকে ইলিশ মাছ কিনে ট্রলারে করে ফিরছিলেন। সন্ধ্যা পৌনে সাতটার দিকে কচুয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে পুলিশের স্পিডবোড আসতে দেখে রাসেল নদীতে ঝাঁপ দেন। অন্য দুজন লাফ দিয়ে পাশের খেয়া পারাপারের ট্রলারে ওঠেন। পরে পুলিশ ও স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজি করেন। কিন্তু রাসেলকে উদ্ধার করা সম্ভব হয়নি।

কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক আল মামুন বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অভিযোগে পুলিশের টহল টিম তেঁতুলিয়া নদীর চরওয়াডেল এলাকা থেকে তিন জেলেকে আটক করেছিল। উপপরিদর্শক (এসআই) মো. মনিরসহ তিন পুলিশ সদস্য স্পিডবোটে করে ওই তিনজনকে ফাঁড়িতে পৌঁছে দেন। পুলিশ সদস্যরা আবার স্পিডবোটে করে ফিরে যাচ্ছিলেন। তখন স্পিডবোট দেখে রাসেল নদীতে ঝাঁপ দেন।

তিনি আরও বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে নৌ ফাঁড়ির পুলিশ সহ স্বজনরা ও স্থানীয়রা উপস্থিত ছিলেন। তবে ময়নাতদন্ত করা হয়নি। পরিবাররা একটা লিখিত দিয়ে লাশ দাফন করেছেন

দোহারে আধুনিক ও নৈতিক শিক্ষায় নতুন দিগন্ত ‘পারাডাইম ইন্টার ন্যাশনাল স্কুল’

টাঙ্গাইল সদর উপজেলার দুর্গম চরাঞ্চল আবারও আতঙ্কের জনপদ

টাঙ্গাইল সদর উপজেলার যমুনা তীরবর্তী দুর্গম চর—মহেষপুর চড়, জাঙ্গালিয়া, মিলুয়ার চড়, চিপিচাপড়ি ও সৌরদউল চড়—আবারও পরিণত হয়েছে ভয়-আতঙ্কের জনপদে। দিনের...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT