সেই পারুলের নাবালক ছেলেমেয়েদের ছিনিয়ে নিয়ে আত্মগোপনে বাবা ঘরে ঝুলিয়েছে তালা

মিজানুর রহমান, সিংগাইর :

মানিকগঞ্জের সিংগাইরে অভাগা সেই পারুলের নিকট হতে নিষ্পাপ দুটি ছেলেমেয়েকে কেড়ে নিয়ে ঘরে তালা ঝুলিয়ে আত্মগোপনের অভিযোগ ওঠেছে সন্তানদের পিতা শহিদুল ইসলামের বিরুদ্ধে ।

 সোমবার বেলা ৫ টার দিকে এ ঘটনাটি ঘটেছে শহিদুলের নিজ বাড়ি উপজেলার সায়েস্তা ইউপির চর শ্যামনগর গ্রামে । এর আগে ওই এলাকার চেয়ারম্যান মোসলেম উদ্দিন চোকদারের মধ্যস্থতায় আজকে বেলা ১১ টার দিকে গ্রাম্য এক শালিশের আয়োজন হয় ।

শালিসে স্ত্রী পারুলের ভোরণ পোষনের ভার ও সন্তানদের দেখভালের জন্য শহিদুলের মতামত চাওয়া হয় । এতে ২ দিনের সময় নিয়ে পরে জানানো হবে মর্মে শালিশী কার্যক্রম শেষ হয় ।

সভা শেষে পারুলকে তার স্বামী শহিদুল ইসলাম সন্তান সহ নিজ বাড়িতে নিয়ে যায় । এরপর বেলা ৫ চার দিকে পারুলে কোল হতে নিষ্পাপ কন্যা লাবিবা ( ৬) ও পুত্র ওবায়দুল্লাহ ( ১০) কে ছিনিয়ে নিয়ে অজ্ঞাত স্থানে আত্মগোপন করে শহিদুল ।

এ সময় শহিদুলকে তার বড় ভাই এমদাদুল ( ৫০) ও তার স্ত্রী সালমা ( ৩৫) সহ অজ্ঞাত কয়েকজন সহযোগিতা করে বলে জানান ভুক্তোভুগী পরিবার । এ বিষয়ে রাতেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পারুলের মা হালিমা বেগম ( ৫০) ।

হালিমা বেগম ও পারুলের বড় ভাই সালাউদ্দিন জানান, এখন পারুলের নিষ্পাপ বাচ্চাদের কি অবস্থা হবে । ওদের বাবা বিদেশে থাকাতে ওরা মায়ের কোলের আদরেই বড় হয়েছে ।

ঘরে তালা দেয়া আমাদের পারুলের কি হবে এখন! এ বলেই আহাজারি করছেন তারা । সিংগাইর থানার নবাগত ওসি তদন্ত আবু হানিফ বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে ।

কৃতি শিক্ষার্থীদের পড়া লেখায় উৎসাহ প্রদানের লক্ষ্যে প্রেসক্লাবের উদ্যোগে সংবর্ধনা

নেত্রকোনার দুর্গাপুর প্রেসক্লাবের আয়োজনে ২০২৪ সনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় প্রেসক্লাবের ৩জন সাংবাকর্মীর মেধাবী সন্তানগন জিপিএ ৫.০০ সহ কৃতিত্বের সাথে কৃতকার্য...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x