হিজাববিহীন নারীকে সেবা দেওয়ায় ইরানে ব্যাংক কর্মকর্তা বরখাস্ত

হিজাববিহীন এক নারীকে ব্যাংকিং পরিষেবা দেওয়ার ‘অপরাধে’ ইরানের এক ব্যাংক ম্যানেজারকে চাকরি থেকে ছাঁটাই করা হয়েছে।

আজ রোববার দেশটির স্থানীয় সংবাদমাধ্যম এই তথ্য জানিয়েছে। খবর এনডিটিভির। ৮০ মিলিয়নেরও বেশি জনসংখ্যার দেশটিতে নারীদের তাদের মাথা, ঘাড় এবং চুল ঢেকে রাখা বাধ্যতামূলক। দেশটির নৈতিক পুলিশ এই আইন প্রয়োগ করেছে এবং এর দেখভাল করছে।

ইরানের মেহর নিউজ় এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, রাজধানী তেহরানের অদূরে কোওম প্রদেশের একটি ব্যাংকে বৃহস্পতিবার হিজাব ছাড়াই ঢুকেছিলেন ওই গ্রাহক। তাকে পরিষেবা দেন ওই ব্যাংকের ম্যানেজার। এরপরেই গভর্নরের নির্দেশ মোতাবেক ওই ব্যাংক ম্যানেজারকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়।

কোওম প্রদেশের গর্ভনর আহমেদ হাজিজাদের নির্দেশেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তাকে উদ্ধৃত করে জানিয়েছে ওই সংবাদ সংস্থা। প্রশাসনের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে ওই হিজাবহীন নারীর ছবি ঘিরে বিরূপ প্রতিক্রিয়া হয়েছে। ইরানের বেশিরভাগ ব্যাংকই রাষ্ট্রীয় নিয়ন্ত্রণাধীন। হাজিজাদে বলেন, এমন প্রতিষ্ঠানে হিজাব আইন বাস্তবায়ন করা ম্যানেজারের দায়িত্ব।

গত ১৩ সেপ্টেম্বর ঠিকমত হিজাব না পরার অভিযোগে দেশটির নৈতিক পুলিশের হাতে গ্রেফতার হন মাসা আমিনি (২২)। এর তিনদিন পর পুলিশি হেফাজতে মারা যায় মাসা। এর জেরে দেশটিতে তুমুল বিক্ষোভ শুরু হয়। টানা দুই মাসের বেশি সময় ধরে চলছে এই বিক্ষোভে। দেশটির নিরাপত্তা বাহিনীর তাণ্ডবে এখন পর্যন্ত তিন শতাধিক বিক্ষোভকারীর নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যেই দেশটিতে এই ঘটনা ঘটল।

চলতি বছরের জুলাই থেকে ইরানের সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে হিজাব পরা বাধ্যতামূলক বলে নির্দেশ দিয়েছিলেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি।

দেশের উন্নয়ন-অগ্রগতিতে ইউরোপীয় ইউনিয়নের ভূমিকা গুরুত্বপূর্ণ : ব্রাসেলসে পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দেশের উন্নয়ন-অগ্রগতিতে ইউরোপীয় ইউনিয়নের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইইউ এর সঙ্গে বাংলাদেশ জ্ঞান, দক্ষতা উন্নয়ন, উদ্ভাবন...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x