আগে থেকেই জানা ছিলো আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ ক্রিকেটের বোর্ডের (বিসিবি) সঙ্গে বৈঠকে বসবেন তামিম ইকবাল। বেশ গোপনীয়তার পর রাত ৮ টায় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের গুলশানের বাসভবনে বৈঠক শুরু হয়।
বৈঠক শেষে সংবাদ সম্মেলনে অধিনায়কত্ব ছাড়ার কথা জানিয়েছেন তামিম। সেইসঙ্গে আসন্ন এশিয়া কাপেও খেলবেন না বলে জানিয়েছেন এই ওপেনার।
দলের কথা চিন্তা করে অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তামিম। তিনি বলেন, ‘দলের স্বার্থে অধিনায়কত্ব ছেড়ে দিয়েছি। এখন ভালো খেলায় মনোযোগ দেবো। আমি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। উনাকে পুরো ব্যাপারটা জানিয়েছি। উনি আমার ব্যাপারটা বুঝেছেন। এরপরই এই সিদ্ধান্ত নিয়েছি।
646
Shares
শেয়ার করুন
শেয়ার করুন