আওয়ামী লীগের শান্তি সমাবেশ শুরু

মুক্তিযুদ্ধের গান ‘জয় বাংলা, বাংলার জয়’ দিয়ে রাজধানী ঢাকায় শুরু হয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের তিন অঙ্গ সংগঠনের শান্তি সমাবেশ।

শুক্রবার (২৮ জুলাই) দুপুর ২টা ১৫ মিনিটে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটের সামনে সমাবেশটি শুরু হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে এ সময় দলীয় নেতাকর্মীরা একই সুরে গাইতে থাকেন। মুক্তিযুদ্ধ ও দলীয় সঙ্গীত গেয়ে শুরু হয় এ সমাবেশ। মঞ্চে এ সময় তিন অঙ্গ সংগঠনের শীর্ষ নেতারাও উপস্থিত হন।

অপরদিকে, বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের সমাবেশস্থলে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে দেখা যায়। সংগঠনগুলোর কেন্দ্রীয় নেতারা হাত নাড়িয়ে স্বাগত জানান মিছিলে আসা নেতাকর্মীদের।

এর আগে দুপুর ১২টা থেকে আওয়ামী লীগের শান্তি সমাবেশে নেতাকর্মীর ঢল নামে। সমাবেশস্থল রূপ নেয় জনসমুদ্রে। এরমধ্যেও অনেকে বৃষ্টি উপেক্ষা করে মঞ্চের সামনেই অবস্থান নেন। বিএনপি-জামায়েতের হত্যা, ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা বিভাগীয় শান্তি সমাবেশ করছে আওয়ামী লীগের তিন অঙ্গ সংগঠন। বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকেই সমাবেশে যোগ দেন নেতাকর্মীরা। দুপুর ১২টা থেকে সমাবেশস্থলে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হতে শুরু করে সংগঠনগুলোর নেতাকর্মীরা। বিভিন্ন ধরনের স্লোগান দেন তারা।

বারবার স্থান, সময় পরিবর্তন ও নানা জল্পনা কল্পনা শেষে বিএনপির পাশাপাশি আওয়ামী লীগও সমাবেশ করছে আজ। এদিকে, বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আজ শুক্রবার দুপুর ২টা থেকে নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ শুরু করে বিএনপি। তাদের এই সমাবেশের বিপরীতে বিএনপি-জামায়াতের হত্যা, ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে যৌথভাবে ঢাকা বিভাগীয় শান্তি সমাবেশ করছে আওয়ামী লীগের তিন অঙ্গ সংগঠন- আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ।

ক্রিকেটার নাসির হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

বাংলাদেশি ক্রিকেটার নাসির হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছে আইসিসি। আজ মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) নিজেদের ওয়েবসাইটে আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে বিষয়টি জানিয়েছে...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : [email protected]

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x