
আশুলিয়ায় ইয়ারপুর ইউনিয়ন পরিষদ উপ নির্বাচনে নৌকার মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা মোঃ মোশারফ হোসেন মুসার নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
৬ নভেম্বর ২০২২ইং রোজ মঙ্গলবার বিকেল ৫ ঘটিকায় আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচিত উপলক্ষে তাজপুর দিয়াখালি মাঠে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা মোঃ মোশারফ হোসেন মুসার নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়৷ ইয়ারপুর মোঃ আবদুল আজিজ মাস্টারের এর সভাপতিত্বে ৩নং ওয়ার্ডের মেম্বার মোঃ ইউনুছ পালোয়ান এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা মোঃ মোশারফ হোসেন মুসা।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ডঃ মোঃ জাহের, আশুলিয়া থানা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ কামরুল হাসান( শাহিন), আশুলিয়া থানা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ আরিফ মাদবর, ৫নং ওয়ার্ডের মেম্বার মোঃ জাহাঙ্গীর আলম ৪,৫,৬নং ওয়ার্ডের মহিলা মেম্বার লুৎফা বেগম ( হাওয়া) আশুলিয়া থানা কৃষক লীগের যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন মাদবর, উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুবলীগ নেতা মোঃ উজ্জ্বল মেম্বার, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আমজাদ দেওয়ান,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরিফ হোসেন, ২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ সোহরাব হোসেন, ইয়ারপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক খান সহ আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্র লীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, তাতি লীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে তোবারক এর মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।