
আশুলিয়ায় ঝুট ব্যবসা দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় ১৭ টি মোটরসাইকেল ও একটি পিকআপ জব্দসহ ২ জনকে আটক করেছে পুলিশ।
আজ মঙ্গলবার ২ মার্চ সকাল ১০.৩০ টার দিকে আশুলিয়ার ভাদাইল এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয় মনির হোসেন ভুইয়া ও আশুলিয়া থানা যুবলীগের আহবায়ক কবির হোসেন সরকারের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ১৭ টি মোটরসাইকেল একটি পিকআপ উদ্ধার করেছে। একই সাথে ঘটনা অধিকতর গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।
0
Shares
শেয়ার করুন
শেয়ার করুন