
আশুলিয়ায় একটি পুরোনো বাড়ি ভাঙ্গতে গিয়ে দেয়াল ধ্বসে পথচারী এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন পথচারী।
১৩ জানুয়ারি ২০২১ইং রোজ মঙ্গলবার দুপুরে দিকে আশুলিয়ার জিরানী-গোয়াইলবাড়ি শাখা সড়কের কোরিয়া-মৈত্রী হাসপাতালের পাশে হাজী আলী হোসেনের মালিকানাধীন টিনসেড একতলা বাড়িটি ভাঙ্গার সময় এই দূর্ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ শুরু করে।
নিহত হ্যাপী আক্তার মিনা (১৩) কুষ্টিয়া জেলার পূর্ব রাতুলপাড়া এলাকার হাবিবুর রহমানের মেয়ে।সে স্থানীয় ব্র্যাক স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
আহতরা হলেন- ঠাকুরগাওয়ের আলম, আশুলিয়ার টেঙ্গুরি এলাকার সাজ্জাদ ও নিহত মিনার মা রেখা আক্তার।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, দুপুরে দূর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে উদ্ধার কাজ শুরু করে।
এসময় ঘটনাস্থল থেকে দেয়াল চাপা পরে নিহত কিশোরী মিনার মরদেহ উদ্ধার করা হয় এবং আহত তিন জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে