আশুলিয়ায় র‍্যাব-৪ এর অভিযানে ৭৩০ বোতল ফেনসিডিল সহ  গ্রেপ্তার ১

শফিকুল  ইসলামঃ

আশুলিয়ার নায়ারহাট বাসস্ট্যান্ড এলাকা হতে কাঁঠাল বোঝাই কাভারড ভ্যানের বিশেষ চেম্বারের ঝালাই কেটে ৭৩০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‍্যাব-৪। তথ‍্যসূত্রে জানাযায়, বুধবার ১০ জুন ২০২০ইং তারিখ রাত ০০.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের প্রেক্ষিতে র‌্যাব-৪ এর একটি চৌকশ আভিযানিক দল উপ-অধিনায়ক মেজর মোঃ রকিবুল হাসান, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল এবং সহকারী পুলিশ সুপার আলী মোহাম্মদ আব্দুল্লাহ এর নেতৃত্বে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন নায়ারহাট বাস স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে কাঁঠাল বোঝাই কাভারড ভ্যানের বিশেষ চেম্বারের ঝালাই কেটে কৌশলে লুকায়িত ৭৩০ বোতল ফেনসিডিল এবং মাদক বহনের কাজে ব্যবহৃত উক্ত কাভারড ভ্যানসহ মাদক কারবারি মো. নাজমুল ইসলাম (২১) জেলা-জয়পুরহাট’কে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য পুলিশ ও র‌্যাবের চোখ ফাঁকি দিয়ে সহজে পার পাওয়ার জন্য কাঁচামাল হিসেবে বহনকৃত কাঁঠাল বোঝাই কাভারড ভ্যানের বডির অভ্যান্তরে ঝালাইয়ের মাধ্যমে সংযোক্ত বিশেষভাবে পরিবর্তীত চেম্বারে কৌশলে লুকিয়ে ফেনসিডিল বহন করছিল। বিশেষ চেম্বারের ঝালাই কেটে লুকায়িত উক্ত ৭৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা সমূহ হতে অবৈধ মাদক দ্রব্য ফেনসিডিল সংগ্রহ করে লোক চক্ষুর অন্তরালে বিশেষ কৌশলে কাভারড ভ্যান, মালবাহী ট্রাক, পিকআপ এমনকি প্রাইভেট কারে লুকিয়ে বহন করে ঢাকা ও আশপাশ এলাকায় মাদক ডিলারদের নিকট বিক্রয় করে থাকে।
উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীনমোম

বিশ্বের প্রথম ভাসমান মসজিদ নির্মাণ করতে যাচ্ছে দুবাই

৫৫ মিলিয়ন দিরহাম ব্যয়ে বিশ্বের প্রথম ভাসমান মসজিদ নির্মাণ করতে যাচ্ছে দুবাই। মুসলিম পর্যটকদের আকৃষ্ট করতে তিনতলা বিশিষ্ট এই মসজিদ...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : [email protected]

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x