
জাহাঙ্গীর আলম প্রধান,আশুলিয়াঃ
সাভার উপজেলার আশুলিয়ায় প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালন করা হয়েছে।
সোমবার বিকেলে জামগড়া ফ্যান্টাসী কিংডমে কেক কেটে এবং মিলাদ মাহফিল দোয়া ও আলোচনা সভার মধ্যদিয়ে এ জন্মদিন পালন করা হয়।
সাবেক আশুলিয়া থানা যুবলীগ আয়োজিত জন্মদিন অনুষ্ঠানে থানা যুবলীগের সাবেক প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক মো. সুমন আহম্মেদ ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহাদাৎ হোসেন খান।
যুবলীগ নেতা হালিম মৃধার সঞ্চালনায় বক্তব্য রাখেন,আওয়ামীলীগ নেতা বসির আহাম্মেদ ভূঁইয়া, যুবলীগ নেতা আমিনুল ইসলাম বাবু,সামাদ শেখ, সরাফত হোসেন, রুবেল আহাম্মেদ, শামসুল ইসলাম, আবুল কালাম, এনামুল হক মুন্সি, ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম আরিফ, মোখলেছুর রহমান, জয়নাল আবেদীন, ইয়ারপুর ইউনিয়নের মহিলা মেম্বার ও মহিলা নেত্রী আসমা খাতুন।
এসময় বক্তারা আওয়ামীলীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মজীবনী তুলে ধরেণ, সেই সাথে দলের সাফল্য ,বর্তমান সরকারের উন্নয়নের অগ্রগতি এবং সাংগঠনিক বিষয়ে নিয়ে আলোচনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন,যুবলীগ নেতা সুমন মীর, লুুৎফর রহমান জয়, রেদোয়ান আহাম্মেদ রনি, সোহাগ প্রমুখ।