আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ -১ এর উপ-পরিদর্শক (এসআই) নিহত হয়েছেন।
আজ (৭ই মার্চ) সোমবার ভোর ৬ টার দিকে আশুলিয়া নরসিংহপুর এলাকার বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত এসআইর নাম মোনায়েম হোসেন(৬০)তিনি সিরাজগঞ্জ জেলা কাজিপুর থানা চকপাড়া গ্রামের মৃত শমসের আলীর ছেলে।
পুলিশ জানান ,নরসিংপুর এলাকায় রাতে ডিউটি ছিল তার ,ভোরে নামাজ শেষে রাস্তা পার হতে গিয়ে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
আশুলিয়া থানা পুলিশ আরো জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
সেই সঙ্গে ঘাতক পরিবহনকে চিহ্নিত করার চেষ্টা চলছে।
0
Shares