আশুলিয়ায় ২৫ লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার-১

আশুলিয়া থানার বাড়ইপাড়া বাসষ্টেশন এলাকা থেকে বৃহস্পতিবার সকালে এক স্বর্ণ ব্যবসায়ীর প্রায় ২৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

ছিনতাইয়ের পর পালিয়ে যাওয়ার সময় এক ছিনতাইকারীকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, টাঙ্গাইলের কালিহাতি থানার ভন্ডেস্বর এলাকার আরান রাজবংশীর ছেলে স্বর্ণ ব্যবসায়ী পরীক্ষিত রাজবংশী একটি মোটরসাইকেল যোগে বৃহস্পতিবার স্বর্ণ কিনার জন্য রাজধানী ঢাকায় যাচ্ছিলেন।

যাওয়ার পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ঢাকার আশুলিয়া থানার বাড়ইপাড়া বাসষ্টেশন এলাকা পৌছে মায়ের দোয়া নামের একটি হোটেলে সকালের নাস্তার করছিলেন।

এসময় একদল ছিনতাইকারী নিজেদের ডিবি পুলিশ পরিচয়ে টাকার ব্যাগসহ ওই ব্যবসায়ীকে তোলে নেওয়ার চেষ্টা করে। তিনি তাদের সঙ্গে যেতে না চাইলে তাকে মারধরও করে ডিবি পরিচয়দানকারী ছিনতাইকারীরা।পরে ওই ছিনতাইকারীরা তাদের মিস্টি রংয়ের নোহা গাড়িতে জোরপূর্বক তোলেন।

এসময় ওই স্বর্ণ ব্যবসায়ীর শ্যালক মনোরঞ্জন রাজবংশী পিছন থেকে এক ছিনতাইকারীকে ঝাপটে ধরে। পরে ওই গাড়ি যোগে স্বর্ণ ব্যবসায়ীকে নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।

বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন ওই ছিনতাইকারীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

ঘটনার ঘন্টাখানেক পর তার স্বর্ণের চেইন ও ২৪ লাখ ৭৭ হাজার টাকা লুট করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার দেওহাটা এলাকায় ওই স্বর্ণ ব্যবসায়ীকে ফেলে দেয় ছিনতাইকারীরা।

পরে খবর পেয়ে ওই ব্যবসায়ীর স্বজনরা তাকে উদ্ধার করে আশুলিয়া থানায় নিয়ে যায়। এ ঘটনায় ওই স্বর্ণ ব্যবসায়ী পরীক্ষিত রাজবংশী বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ফজর আলী জানান, ছিনতাইকালে স্থানীয় লোকজন এক ছিনতাইকারীকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ওই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়।

তবে লন্ডিত টাকা উদ্ধার ও বাকী ছিনতাইকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বৃহস্পতিবার ৮ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

গ্যাস পাইপ লাইনের জরুরি প্রতিস্থাপন কাজের জন্য বৃহস্পতিবার (৮ জুন) রাজধানীর বেশ কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ সাময়িক বন্ধ থাকবে। বুধবার...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : [email protected]

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x