
শহরের সুবিধা গ্রামে পৌঁছে দিতে দিন রাত কাজ করছেন আশুলিয়া ইউপি সদস্য রুহুল আমিন মন্ডল ।সোমবার সকাল ৮টায় আশুলিয়া ইউপি ৮নং ওয়ার্ডের পাড়াঁগাও মেন রোড থেকে মহন মন্ডল বাড়ি পর্যন্ত ৬০০ মিটার আরসিসি রোডের ঢালাই কাজের উদ্বোধন করতে গিয়ে ইউপি সদস্য রুহুল আমিন মন্ডল বলেন, ‘আমি আশুলিয়া ইউনিয়ন এর ৮ নং ওয়ার্ডকে একটি উন্নত রাষ্টের সুবিধা সহ ডিজিটাল ওয়ার্ডে রুপান্তরিত করতে কাজ করছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষনা অনুযায়ী শহরের সুবিধা গ্রামে পৌঁছে দিতে সকল ধরনের উন্নয় কাজ করা হচ্ছে।
তিনি বলেন, ‘বিগত ৫ বছরে এই ওয়ার্ডের প্রতিটি রাস্তার কাজ করতে গিয়ে আমার নিজের অর্থ ব্যায় করতে হয়েছে।
এলাকায় রাস্তা ড্রেনেজ নির্মাণ কালভার্টের কাজ দরিদ্র মানুষের মুখে হাসি ফুটাতে কাজ করছি।আশুলিয়া ৮নং ওয়ার্ডে আবারো ২০২১ নির্বাচনে এলাকার জনগণ আমাকে পূনরায় নির্বাচিত করলে সরকারের সহযোগিতা নিয়ে অথবা নিজের অর্থ দিয়ে হলেও এলাকার উন্নয়নের সর্বশেষ কাজ সম্পূর্ন হবে।