
আশুলিয়া ইয়ারপুর ইউনিয়ন আবু তাহের মেম্বার এর ৬নং ওয়ার্ডের অফিস উদ্ধোধন করা হয়েছে। গতকাল রোববার দুপুর ২টায় প্রধান অতিথি হিসেবে অফিস উদ্ধোধন করেন সাভার উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব।
এসময় উদ্ধোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা আওয়ামী লীগের আহবায়ক ফারুক হাসান তুহিন, সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদাত হোসেন খাঁন, ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মুজিবুর রহমান শাহেদসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।উক্ত উদ্ধোধন অনুষ্ঠান শেষে প্রধান অতিথি মঞ্জুরুল আলম রাজীব বলেন,
উপজেলা উন্নয়ন তহবিল থেকে বরাদ্দকৃত ইয়ারপুর পুকুর পাড় হতে ঘোষবাগ হয়ে ইয়ারপুর ইউনিয়ন পর্যন্ত রাস্তার নির্মান কাজ পরিদর্শন করেছি। এটি ইয়ারপুর ইউনিয়ন এর একটি গুরুত্বপূর্ণ রাস্তা, বিপুল জনগোষ্ঠী এ রাস্তা দিয়ে চলাফেরা করে। ইনশাআল্লাহ রাস্তার নির্মানকাজ শেষ হলে ইয়ারপুরের মানুষের দুঃখ-দুর্দশা লাঘব হবে।