
হাজারো প্রতিযোগীকে পাশ কাটিয়ে ভর্তিযুদ্ধে জয়ী প্রত্যেক শিক্ষার্থীর এই ক্যাম্পাসের প্রথম দিনটি ছিল অনন্য-অসাধারণ। সবুজের লীলাভূমি ও সৌন্দর্যের সমারোহে পূর্ণ ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) এখন নতুন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত।
নবাগতদের ফুল, নোটবুক ও কলম উপহার দেওয়ার মাধ্যমে বরণ করে নেয় বিভাগীয় কর্তৃপক্ষ। এ সময় শিক্ষকেরা বিশ্ববিদ্যালয়ের পরিচিতিমূলক আলোচনা ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিয়ম-শৃঙ্খলা মেনে চলার আহ্বানও জানান।
অধ্যাপক ড. মুহাম্মদ গোলাম মাওলার সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. এইচ. এ. এন. এম. এরশাদ উল্লাহ, অধ্যাপক ড. মুহা. আব্দুর রহমান আনওয়ারী, অধ্যাপক ড. মুহাম্মদ সোলায়মানসহ বিভাগের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।
এছাড়া নবীনদের বরণ করে নেওয়া অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন বিভাগটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ অলী উল্লাহ
অধ্যাপক ড. মুহা. আব্দুর রহমান আনওয়ারী তার আলোচনায় নবীনদের স্বাগত জানিয়ে বিভাগের ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতি সম্পর্কে কথা বলেন। তিনি আরো বলেন আমরা আশা করছি, তোমরাই একদিন দেশের সম্পদ হয়ে এ বিভাগ থেকে বের হবে ইনশাআল্লাহ।
বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ অলী উল্লাহ বলেন, নতুন ক্যাম্পাসে শিক্ষার্থীদের স্বাগতম। নিজেদের তোমরা এমনভাবে গড়বে, যেন এখান থেকে বের হয়ে তোমরা দেশ ও জাতির কল্যাণে নিরলসভাবে কাজ করতে পারো।
ক্যাম্পাসের প্রথম দিন সম্পর্কে জানতে চাইলে দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের নবীন শিক্ষার্থী জায়েদ বিন জিয়া বলেন, আজকে আমার বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম ক্লাস ছিল। আজ আমি অনেক আনন্দিত এবং উচ্ছ্বসিত। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, শিক্ষক-শিক্ষার্থী ও প্রকৃতি সবকিছুই আমাকে দারুণভাবে আকৃষ্ট করেছে।