ইবিতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

ইবি প্রতিনিধি-

‘মুজিববর্ষে অঙ্গীকার, সুরক্ষিত ভোক্তা অধিকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার (১৫ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে আলোচনা সভার আয়োজন করে কনজুমার ইয়ুথ বাংলাদেশ ইবি শাখা।

কনজুমার ইয়ুথ ইবি শাখার সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা প্রফেসর ড. মেহের আলী। বিশেষ অতিথি হিসেবে প্রফেসর ড. রাশেদুজ্জামান, প্রভাষক শরিফুল ইসলাম জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন। কনজুমার ইয়ুথ ইবি শাখার সাধারণ সম্পাদক শাহেদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যন্যদের মাঝে সহ-সভাপতি শামিমুল ইসলাম, আবু ইউসুফ আসকারী, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলমসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রফেসর ড. মেহের আলী বলেন, ভোক্তার অধিকার সংরক্ষণের জন্য প্রচলিত আইন থাকলেও তা প্রয়োগের যথেষ্ট প্রাতিষ্ঠানিক সক্ষমতা নেই। এর ফলে কিছু অসাদুব্যবসায়ী ভোক্তাদের প্রতারিত করেই যাচ্ছে। সরকারকে এ ব্যাপারে শক্তিশালী পদক্ষেপ নেওয়া উচিত।

উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এবারের দিবসটি (বিশ্ব ভোক্তা অভিধকার) বঙ্গবন্ধুকে উৎসর্গ করেছে কনজুমার ইয়ুথ বাংলাদেশ।

রৌমারীতে সিএসডিকে নির্বাহী পরিচালক হানিফের বিরুদ্ধে থানায় অভিযোগ

রৌমারীর সিএসডিকে নির্বাহী পরিচালক আবু হানিফ মাষ্টারের (৫০) নামে অনৈতিক কর্মকান্ডের অভিযোগ উঠেছে। এ ব্যপারে গত ২৩ এপ্রিল রৌমারী থানায়...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x