উপার্জনের একমাত্র হাতিয়ার অটোটি হারিয়ে নিঃস্ব আজিজার রহমান

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধিঃ

মুই গরিব মানুষ! আগত রিকসা চলে খাচুং।অভাবের সংসারে বউ ছোয়া নিয়া কোন রকম দিন পার করং। আশা অফিস ও দিন কিস্তিতে সুদের উপর টাকা নিয়া একটা অটো কিনছুলুং। মোর কপালটায় খারাপ, শেষ সম্বল সেটাও কারি নিয়া গেলো। এ্যালা ক্যাং করি সংসার চালাইম, আর কিস্তি দেইম। সেই চিন্তায় বাচোংছে না৷ ভাইয়ারে মোর জন্য কিছু একটা করো।কষ্ট ভারাক্রান্ত মনে এমনি আকুতি জানিয়ে কথা গুলো বলছিলেন, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিংগীমারী ইউনিয়নের দক্ষিন গড্ডিমারী গ্রামের ওয়াজ উদ্দিনের ছেলে অসহায় আজিজার রহমান (৩২) নামে এক অটো চালক।

নিজের বলতে কিছুুুুই নেই। অন্যের জমিতে বাড়ি করে এক ছেলে-মেয়ে ও বউ নিয়ে থাকেন। খেয়ে না খেয়ে দিনাপত করেন৷ জীবিকা নির্বাহের একমাত্র হাতিয়ার অটোবাইকটি হারিয়ে নিঃস্ব তিনি।

আজিজার রহমান আরও বলেন, প্রতিদিনের মতই বুধবার (৬ জানুয়ারি) অটো নিয়ে বাড়ি থেকে বের হন। সারাদিন অটোও চালান। এমতাবস্তায় বিকেল ৫ টায় হাতীবান্ধা থানার সামনে থেকে অচেনা দুই ব্যক্তি চাপারহাট যাবেন বলে আজিজারের অটোটি রিজার্ভ করেন। কথামত রওনাও করেন এবং উপজেলার দইখাওয়া বাজারে কাজ শেষ করে ওই দুই ব্যক্তি আবারো রওনা করেন।

পরে কালীগঞ্জ উপজেলার চাপারহাট বাজার পার হয়ে একটি ফাকা জায়গায় অটোটি দাড় করান। আজিজার কোন কিছু বুঝে ওঠার আগেই তার ঘাড়ে সজরে আঘাত করেন। এতে তিনি অচেতন হয়ে পড়েন৷ পরে ঘন্টা দেড়ক পর আজিজার জ্ঞান ফিরে দেখতে পান তিনি একটি ভুট্টা ক্ষেতে পরে আছেন। সেখান থেকে উঠে হেটে বাজার অবদি এসে ভ্যানে করে অটো করে বাড়ি ফিরেন।

তিনি আরও বলেন, তার নিজের বলতে কিছুই নেই। অন্যের জমিতে বসবাস। গত বছর আশা অফিস থেকে সাপ্তাহিক ২ হাজার টাকা কিস্তিতে ৬০ হাজার ও সুদের উপর দিন ৫শত টাকা কিস্তিতে ২০ হাজার টাকা নিয়ে অটোটি কিনেন। অটো চালিয়ে যা পেতেন তা দিয়ে কিস্তি দিতেন ও সংসার চালাতেন।

এখন সেটাও নাই। কি করবেন না করবেন কিছুই বুঝে উঠতে পারছেন না বলেই হাউ মাউ করে কেদে ফেলেন তিনি। এখন তিনি চেয়ে আছেন সমাজের বৃত্তবানদের দিকে। যদি কেউ দয়া করে সহযোগীতার হাত বাড়িয়ে দেন।

সাভার থানায় পক্ষাঘাতগ্রস্থদের গমনাগমনের জন্য র‍্যাম্প উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ

সাভার মডেল থানায় পক্ষাঘাতগ্রস্তদের গমনাগমনের জন্য নবনির্মিত র‍্যাম্পের শুভ উদ্বোধন ও হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে সাভার মডেল...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : [email protected]

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x