
ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলা সদর ইউনিয়নের সাড়ে চারআনী এলাকার মোঃআলী হোসেন এর পুত্র দরিদ্র হাফেজ মোঃ আব্দুল ওয়াদুদ (২৩) আর্থিক সাহায্যের জন্য বিশেষ আবেদন জানিয়েছেন।
তার মলদ্বারে ক্যান্সার হওয়ায় বাইপাস করে পেটের পাশ থেকে মলত্যাগের থলি দেয়া হয়েছে তিনি এখন খুবই অসুস্থ অবস্থায় ডাক্তার আবদুর রহিমের তত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসক তিন মাস পরে যেতে বলেছেন, তাকে আবার অপারেশন করতে হবে,তাতে আনুষাঙ্গিক সহ এক লক্ষ টাকা খরচ লাগবে।
কিন্তু তার হাতে বর্তমানে ঔষধ ক্রয়ের ও অর্থ নেই।তার মা নেই।বাবা অচল।বড় ভাই অপ্রকিতস্থ,একভাই ঢাকায় একটি বাড়ির দাড়ওয়ানে চাকুরীরত।
ওয়াদুদ গত রমজান মাসে ও তারাবি নামাজ পড়িয়েছেন,বর্তমানে ওয়াদুদ কোন কাজ করতে পারে না। তাই বাধ্য হয়ে, নিরুপায় হয়ে তার চিকিৎসার জন্য সমাজের সকল বিত্তবান ও জনপ্রতিনিধি, সরকারি সংস্থার কাছে আর্থিক সাহায্য ও সহযোগিতার জন্য বিশেষ আবেদন জানিয়েছেন।
সাহায্য পাঠাতে পারেন–রাজাপুর ইসলামিয়া ফার্মেসী সংলগ্ন ফোরকান সু ষ্টোর ও তাহার নিজ বিকাশ নম্বারে=০১৯১৩৬৩০৯৬২