
সাইদুর রহমান রিমন :
করোনা দুর্যোগে গোটা দেশ বিপর্যস্ত। ভাল নেই কেউ। নিম্ন আয়ের কর্মহীন মানুষের দুর্দশা অন্তহীন। পেশাজীবী অনেকের খোঁজ খবর নেয়া সম্ভব হচ্ছে, কেউবা ক্ষুধার যন্ত্রণা সইতে না পেরে বেরিয়ে এসেছেন রাস্তায়, করেছেন বিক্ষোভ।
কিন্তু আমাদের আশপাশের এতিমখানায় অবস্থানকারী কোমলমতি শিশুরা কেমন আছে? তাদের ভাগ্যে কি খাবার জুটছে? তারা কী সামাজিক দূরত্ব বজায় রাখার বিন্দুমাত্র সুযোগ পাচ্ছে?? লকডাউনে স্কুল, কলেজ, মাদ্রাসা, ছাত্রবাস, অফিস-কারখানার বেশিরভাগই বন্ধ হয়ে যাওয়ায় শিক্ষার্থী শ্রমজীবীরা চলে গেছে আপন ঠিকানায়।
কিন্তু হতভাগ্য এতিম শিশুদের যে কোথাও যাবার মতো একচিলতে জায়গাও নেই। এসব এতিমকে নিয়ে এ বছর ইফতারির আনুষ্ঠানিকতাও এবার চোখে পড়ছে না। ত্রাণ নিয়েও কি এতিমখানায় কাউকে যেতে দেখেছেন?
প্রতি বছর রমজান মাসে ধর্মপ্রাণ মানুষের সম্মিলিত সহায়তায় বছরের প্রায় অর্ধেক সময়ের খরচের যোগান আসে অনেক এতিমখানার। এবার সে রকম কোনো সহায়তাও তাদের ভাগ্যে জুটছে না। তাহলে কিভাবে কাটছে তাদের দিনকাল? আশপাশের এতিমখানায় ঢু মেরে বাস্তবতার চিত্র দু’লাইন লিখে দিন আপনিও। সমন্বিত তথ্যে উঠে আসুক কষ্টকান্নার প্রকৃত চিত্র।