
ক্যান্ডিতে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনটা নিষ্ফলা কাটলেও আজ দ্বিতীয় দিনের প্রথম সেশনে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা। লাঞ্চের আগের ঘণ্টায় তিন উইকেট তুলে দ্রুত শ্রীলঙ্কাকে অলআউট করার আশা জাগিয়েছে বাংলাদেশ। এক উইকেটে ২৯১ রান নিয়ে দিন শুরু করেছিল লঙ্কানরা, আজ প্রথম সেশন শেষে তাদের সংগ্রহ চার উইকেটে ৩৩৪ রান। ক্রিজে ৬৫ রানে অপরাজিত আছেন ফার্নান্ডো।
আজ প্রথম ব্রেক থ্রু এনে দেন তাসকিন আহমেদ। ব্যক্তিগত ১৪০ রানে লাহিরু থিরিমান্নেকে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেন তিনি। দুই ওভার পরে ফের আঘাত হানেন তাসকিন। এবারের শিকার সদ্য রানের খাতা খোলা এঞ্জেলো ম্যাথুস।
এরপর ইনিংসের ১১২তম ওভারে তাইজুলের বিশাল টার্নে বিভ্রান্ত হয়ে স্লিপে শান্তর হাতে ধরা পড়েন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ধনঞ্জয় ডি সিলভা।
এর আগে, প্রথম দিনে দাপটে ছিলো শ্রীলঙ্কা আর হতাশায় বাংলাদেশ। সারাদিনের অর্জন মাত্র একটি উইকেট। ৬৪তম ওভারে অভিষিক্ত শরিফুলের বলে লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে ফেরেন ব্যক্তিগত ১১৮ রানে।