ক্রীড়াঙ্গনে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ শুরু

অনলাইন ডেস্ক:

ক্রীড়াঙ্গনে করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে জাতীয় ক্রীড়া পরিষদের সহযোগিতায় বিভিন্ন ফেডারেশনকে হাত ধোয়ার বেসিনসহ অন্যান্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ শুরু করেছে বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন।বৃহস্পতিবার এ কার্যক্রমের উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নিজ দপ্তর থেকে জুমে সংযুক্ত হয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেছেন, ‘করোনা পরিস্থিতির শুরু থেকেই যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অসহায় ক্রীড়াবিদদের পাশে রয়েছে। ইতিমধ্যে ১ হাজার ক্রীড়াবিদকে ১ কোটি টাকা প্রদান করা হয়েছে। আরো ৩ কোটি টাকা বরাদ্দ হয়েছে। অচিরেই এ অর্থ তৃণমূল পর্যায়ের ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকদের হাতে তুলে দেওয়া হবে। এছাড়া সম্মানী ভাতা হিসেবে ১১৫০ ক্রীড়াবিদকে মাসে ২০০০ টাকা করে মোট ২৪০০০ টাকা প্রদান করা হবে।’
করোনাকালে স্বাস্থ্য সচেতনতার ওপর গুরুত্ব দিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেছেন, ‘আমরা ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক ও ক্রীড়া সাংবাদিকদের বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করেছি। জাতীয় ক্রীড়া পরিষদের সহযোগিতায় রোলার স্কেটিং ফেডারেশন যে উদ্যোগ নিয়েছে, সেটাকে সাধুবাদ জানাই। এ উদ্যোগ আমাদের ক্রীড়াবিদদের সচেতনতা বৃদ্ধিতে সহায়তা করবে।’

রোলার স্কেটিং ফেডারেশনের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি যুব ও ক্রীড়া সচিব জনাব মো. আকতার হোসেন, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মোঃ মাসুদ করিম, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব মো. শাহেদ রেজা উপস্থিত ছিলেন।

বিশ্বের প্রথম ভাসমান মসজিদ নির্মাণ করতে যাচ্ছে দুবাই

৫৫ মিলিয়ন দিরহাম ব্যয়ে বিশ্বের প্রথম ভাসমান মসজিদ নির্মাণ করতে যাচ্ছে দুবাই। মুসলিম পর্যটকদের আকৃষ্ট করতে তিনতলা বিশিষ্ট এই মসজিদ...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : [email protected]

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x