
সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার গত ১ জুলাই থেকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি নানা প্রকার গুরুতর অসংক্রামক ব্যাধিতে আক্রান্ত।
তার অসুস্থতার খবর পেয়ে নিউইয়র্ক থেকে মেয়ে আফরীন মাহবুব, কানাডা থেকে ছেলে শোভন মাহবুব ও আমেরিকার দুটি ইউনিভার্সিটিতে পড়ুয়া তার দুই নাতনী বাশঁরী আইরীন ও অপসরী আইরীন ঢাকায় এসেছেন। স্ত্রী নিলুফার বেগম ও বড় মেয়ে আইরীন মাহবুব তার সঙ্গে আছেন।
জানা গেছে, আগামী ১৬ জুলাই তার চেন্নাই যাবার টিকিট কাটা থাকলেও শারীরিক অবস্থা ভ্রমণের উপযোগী না হওয়ায় তা বাতিল করা হয়েছে। তাকে বর্তমানে এয়ার আ্যমবুলেন্সে করে চেন্নাই নেওয়ার চেষ্টা চলছে।
বর্তমানে তিনি ইউনাইটেড হাসপাতালে মেডিসিনের অধ্যাপক ডা. তৈমুর নেওয়াজের অধীনে চিকিৎসাধীন আছেন।
860
Shares
শেয়ার করুন
শেয়ার করুন