
পদ্মা সেতু দেখতে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে সাইকেল চালিয়ে রওনা হয়েছে ১১ কিশোর। শনিবার (২৫ জনু) পদ্মা সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রায় ৫৩ কিলোমিটার সাইকেল চালিয়ে দুপুর পৌনে ২টার দিকে জাজিরার কাছে পৌঁছায় কিশোররা। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বাসিন্দাদের জন্য অনেকটা উৎসবের দিন। সেই উৎসবে মেতেছে এই কিশোররাও।
এই ১১ জন মুকসুদপুরের দিকনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। দলের নেতৃত্ব দেওয়া দশম শ্রেণির শিক্ষার্থী মো. ফরহাদ শেখ গণমাধ্যমকে জানায়, আজ সকাল ৮টার দিকে তারা দিকনগর থেকে রওনা হই।
দলের অপর সদস্য হৃদয় মোল্লা জানায়, ‘যে দিন শুনেছি ২৫ জুন স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন হবে, সে দিনই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা উদ্বোধনের দিন সেতু দেখতে যাব।’
1177
Shares
শেয়ার করুন
শেয়ার করুন