
চিকিৎসার জন্য আবারও থাইল্যান্ড গেছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ।
মঙ্গলবার (৫ই জুলাই) দুপুর দেড়টায় থাই এয়ারওয়েজ এর একটি বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাংককের উদ্দেশ্যে রওয়ানা দেন তিনি।
জাতীয় পার্টি চেয়ারম্যান এর প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রওশন এরশাদের সঙ্গে থাইল্যান্ড গেছেন তার ছেলে রাহগির আল মাহি সাদ এরশাদ ও পরিবারের অন্য সদস্যবৃন্দ।
দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রওশন এরশাদকে বিদায় জানাতে আসেন, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, সৈয়দ আবু হোসেন বাবলা, এডভোকেট সালমা ইসলাম, বিরোধী দলীয় চীফ হুইপ মো. মসিউর রহমান রাঙা, প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু, সাহিদুর রহমান টেপা, ফখরুল ইমাম, মীর আব্দুস সবুর আসুদ, শফিকুল ইসলাম সেন্টু, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, নাসরিন জাহান রতনা, নাজমা আক্তার, মেজর (অব.) রানা মো. সোহেলসহ আরো অনেক নেতাকর্মী।