
চুয়াডাঙ্গায় চলন্ত ট্রেনে থেকে পড়ে রোহান ১৮ দশম শ্রেণীর ছাত্রের মৃত্যু হয়েছে।
গত সোমবার (১৩ই মে) বিকেল সাড়ে পাঁচটায় চুয়াডাঙ্গা বেলগাছি রেলগেট নিকটবর্তী আউট বক্স সিগন্যাল পাখাই বাড়ী খেয়ে আহত হলে স্হানীয় লোকজন তাকে চুয়াডাঙ্গা সদর হসপিটালে ভর্তি করে।
হসপিটালের কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে ঢাকা মেডিকেল হসপিটালে রেফার করে। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার সময় ঝিনাইদহ মধ্যে তার মৃত্যু হয়।
সে জীবননগর উপজেলা উথলী ইউনিয়নের সেনেরহুদা ক্লাবপাড়া রায়হানের একমাত্র ছেলে।বাবা সিএনজি চালক, ছেলে উথলী ভোকেশন্যাল বিভাগের দশম শ্রেণীর ছাত্র।
পরিবারিক সূত্রে জানা যায়,রোহান সোমবার দুপুরে দুইজন বন্ধুদের সাথে চুয়াডাঙ্গায় ঘুরতে যায়। চুয়াডাঙ্গা থেকে আসার সময় সিগন্যাল পাখাই বাড়ী খেয়ে আহত হয়।
পরে চুয়াডাঙ্গা সদরে ভর্তি করে। অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিলে পথিমধ্যে ঝিনাইদহে তার মৃত্যু হয়।
জীবননগর থানা অফিসার ইনচার্জ ওসি আব্দুল খালেক বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।