
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫৮ পিস ইয়াবা ট্যাবলেট সহ শান্ত নামে এক ব্যক্তি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানা কর্তৃক মাদক বিরোধী অভিযানে জনাব মাহাব্বুর রহমান, অফিসার ইনচার্জ, চুয়াডাঙ্গা সদর থানা, চুয়াডাঙ্গার নেতৃত্বে এসআই(নিঃ)/মোঃ মাসুদ রানা সঙ্গীয় ফোর্সসহ মঙ্গলবার ২৩ মে ২০২৩ রাত ১২:৪৫ মিনিটের সময় চুয়াডাঙ্গা সদর থানাধীন বাগানপাড়া সাকিনস্থ জনৈক মইনউদ্দিনের বাড়ীর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৫৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত আসামী হলেন, চুয়াডাঙ্গা জেলা ও থানা শেখরাতলা মোড়ের মোঃ আব্দুস সাত্তারের ছেলে মোঃ শান্ত(২৯)।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।
ওসি মাহাব্বুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মাদক চরাকারবারি শান্ত ইয়াবা পাচারের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্য চুয়াডাঙ্গা সদর থানাধীন বাগানপাড়া সাকিনস্থ জনৈক মইনউদ্দিনের বাড়ীর সামনে পাকা রাস্তার উপর হইতে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর আসামিকে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি। তিনি আরো বলেন প্রতিনিয়ত এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।