
তাহসানুর রহমান শাহজান: (জীবননগর) প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গা উপজেলার বেগমপুর ইউনিয়নের যদুপুর রোডে পুলিশ ফাঁড়ির সামনে প্রাণ কোং নছিমন নিমন্ত্রণ হারিয়ে ফরিদ উদ্দিন (৪২) নামে এক কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১২ টার সময় বেগমপুর পুলিশ ফাঁড়ির সামনে এই ঘটনা ঘটে। জানা গেছে,চুয়াডাঙ্গা সদর উপজেলার যদুপুর হতে বেগমপুর বাজারে আসার উদ্দেশ্যে পুলিশ ফাঁড়ি কাম্পের সামনে নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গুরোতর আহত হলে, সদরে নিলে পথিমধ্যে ফরিদ উদ্দিন ম্যৃত্যু হয়।
ও তার সহকর্মী শরিফ হোসেন (২৫) চুয়াডাঙ্গা সদরে র্ভতি ও চিকিৎসা দেওয়া হয়। বেগমপুর ফাঁড়ি পুলিশ ও চুয়াডাঙ্গা সদরের পুলিশ ঘটনাটি তদন্তের ফলাফল হলে।মৃত ফরিদ উদ্দিন কে দর্শনা থানার আজমপুর গ্রামের তার পিতা মোঃ আব্দুর রসিদের নিকট হস্তান্তর করেন।
ঘটনাটি অপমৃত্যু বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা সদর পুলিশ।