
চৌহালী (সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার দক্ষিনাঞ্চলে বাঘুটিয়া ইউনিয়নের বিনানই মরা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় দায়ে মুনছুর নামে এক বালু ব্যবসায়ীর বাংলা ড্রেজার মেশিন জব্দ করছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহিদ- আল হাসান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
স্থানীয়দের অভিযোগে জানা যায়, যমুনার ভাঙনে বিধ্বস্ত চৌহালী উপজেলার অবশিষ্ট অংশকে রাক্ষুসী যমুনার করালগ্রাস থেকে রক্ষায় সবাই যখন এক হয়ে কাজ করছে।
ঠিক সে সময় বাঘুটিয়া ইউনিয়নের বিনানই মরা নদীর তলদেশ থেকে স্থানীয় একটি বালু দস্যু চক্রের নেতৃত্বে চলছে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির মহা উৎসব।
এতে হুমকির মুখে পড়েছে অসংখ্য বসত-বাড়ি, মসজিদ, কবরস্থান ও ফসলি জমি। এদিকে চৌহালী উপজেলার কোথায়ও অনুমোদিত কোনো বালুমহল নেই এবং নদী থেকে বালু উত্তোলনেও নেই প্রশাসনের অনুমতি।
তারপরও প্রভাবশালীদের ছত্র-ছায়ায় বাঘুটিয়া ইউনিয়নের বিনানই এলাকার মরা নদী থেকে ড্রেজারসহ দেশীয় পদ্ধতিতে বালু তুলে বিভিন্ন যায়গায় বিক্রি করে বালু ব্যবসায়ীরা হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা ।
এভাবে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে নদী ভাঙনের কবলে পড়ে ঘরবাড়ি হারানোদের নতুন আশ্রয়স্থল আবারও হুমকিতে পড়ার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে চৌহালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহিদ আল হাসান জানান, বিনানই এলাকায় ড্রেজার দিয়ে বালু তোলার বিষয়ে এলাকাবাসির লিখিত অভিযোগ পাই।
অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ড্রেজারটি জব্দ করা হয়।