জার্মানির রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক

ঢাকায় নিযুক্ত জার্মানির ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জ্যান জেনস্কির সঙ্গে বৈঠকে করেছেন বিএনপি নেতারা।

আজ বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটি সদস্য ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ। জার্মান ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন দূতাবাসের রাজনৈতিক উপদেষ্টা শেরনীল কবির।

বৈঠক শেষে সাংবাদিকদের বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আলোচনায় আগামী জাতীয় নির্বাচন সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে। নির্বাচনটা কীভাবে হতে যাচ্ছে–এটা নিয়ে সবার যেরকম কনসার্ন, তারও সেরকম কনসার্ন। অন্যান্য গণতান্ত্রিক রাষ্ট্রের মতো তাদেরও অবস্থান একই রকম।’

এছাড়া তাঁরা বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যর ব্যাপারে জিজ্ঞাসা করেছেন-জানতে চেয়েছেন কেমন আছেন- এমন তথ্য জানান আমীর খসরু মাহমুদ চৌধুরী। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তারাও অন্যান্য দেশের মতো বাংলাদেশে অবাধ-নিরপেক্ষ-গ্রহণযোগ্য-বিশ্বাসযোগ্য-আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায়। বাংলাদেশের নির্বাচন নিয়ে সবারই আগ্রহ রয়েছে।

নির্বাচনকালীন সরকার নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না-এমন প্রশ্নের জবাবে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আমরা তাদের বলেছি শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাওয়ার কোনো সুযোগ নেই। কারণ শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন জনগণের জন্য কিছু বয়ে আনবে না। আবার ভোট চুরি করে ক্ষমতায় যাওয়ার প্রকল্প ছাড়া এ সরকারের অধীনে নির্বাচন আর কিছুই নয়।’

আমীর খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, ‘তাঁরা বিশ্বাসযোগ্য, অংশগ্রহণমূলক, অবাধ, নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায়। স্বাভাবিকভাবে তাদের এ কথায় আমরা মনে করি-এটা নিরপেক্ষ সরকারের অধীন ছাড়া সম্ভব নয়।’

২৪তম প্রধান বিচারপতির শপথ আজ

দেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি ওবায়দুল হাসান আজ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) শপথ গ্রহণ করবেন। আজ সকাল ১১টার দিকে বঙ্গভবনের...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : [email protected]

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x