
জীবননগর উপজেলার সন্তোষপুর গ্রামের হালসানা পাড়ার লাবিব হোসেন ( ১) বছরের শিশু টিউবওয়েলের নিকট পানির গর্তে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১০ টার দিকে এই ঘটনা ঘটে।জীবননগর উপজেলার সন্তোষপুর গ্রামের আকরামুল ইসলামের একমাত্র পুত্র লাবিব হোসেন । তাঁর এই অকাল মৃত্যুতে গ্রামের মানুষ দুঃখ প্রকাশ করেন
স্থানীয় সূত্রে জানা গেছে নিহত লাবিব হোসেনের বয়স মাত্র ১ বছর।সকাল ১০ টার সময় নিহত লাবিবের মা রান্নার কাজে ব্যস্ত থাকায় শিশুটি হামাগুড়ি দিয়ে চলতে চলতে উঠানের পাশে অরক্ষিত গর্তের মধ্যে পড়ে যায়।আশেপাশে কোথাও খুজে পাওয়া না গেলে পরে হাঁটু পানির ঐ গর্ত থেকে ভেসে ওঠে লাবিবের লাশ।একমাত্র ছেলেকে হারিয়ে পাগল প্রায় লাবিবের পিতামাতা।
0
Shares
শেয়ার করুন
শেয়ার করুন